ইংলিশ প্রিমিয়ার লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ০২:৩৮ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪ ০২:৩৯ এএম
আলেক্সান্ডার ইসাকের গোলে জিতেছে নিউক্যাসল
সেন্ট জেমস পার্ক আর্সেনালের জন্য যেন হঠাৎ করেই অপয়া হয়ে দাঁড়িয়েছে। নিউক্যাসলের এ মাঠে গেলেই হেরে যাচ্ছে এমিরেটসের ক্লাবটি। প্রিমিয়ার লিগে সর্বশেষ তিন ম্যাচে দুই হারের পর আজ সেন্ট জেমস পার্কে খেলতে নেমেছিল আর্সেনাল। গানার শিবির ফিরেছে আরেকটি হার নিয়ে।
অথচ এই চার ম্যাচের আগে সেন্ট জেমস পার্কে আর্সেনালের বিরুদ্ধে খেলা ১৯ ম্যাচের মধ্যে ১০টিই হার মেনেছে নিউক্যাসল। বাকি ৯ ম্যাচের সাতটি ছিল অমীমাংসিত। জয় পেয়েছিল মাত্র দুটি। আলেক্সান্ডার ইসাকের এই গোলেই ১-০ ব্যবধানে আত্মসমর্পণ করে আর্সেনাল।
এদিকে দুর্ভাগ্য বিদায় করে আজ ভাইটালিটি স্টেডিয়ামে নয়া ইতিহাস লিখেছে বোর্নমাউথ। বিস্ময়কর ঘটনাই ঘটিয়ে দিয়েছেন আন্দোনি আইরোলার শিষ্যরা। ধরাশায়ী করেছে টানা চারবারের চ্যাম্পিয়ন ম্যানসিটিকে। পয়েন্ট টেবিলে সবার ওপরে থেকে মাঠে নামা ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে কুপোকাত করেছে বোর্নমাউথ।
সিটির দুঃস্বপ্নের হারের রাতে নিজেদের মাঠে ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলে জিতেছে লিভারপুল। এ জয়ের সুবাদে সিটিকে হটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠে গেছে কোচ আর্নে স্লটের শিষ্যরা। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের স্বস্তি জয় নিয়েই ম্যাচ শেষ করে লিভারপুল। এ জয়ে তিন পয়েন্ট পেয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে ফুটবল গুরু স্লটের ক্লাব।
এ জয়ে ১০ ম্যাচে লিভারপুলের পুঁজি ২৫ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ২৩ পয়েন্টের সংগ্রহ নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে কোচ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। নটিংহাম ফরেস্ট ১৯ পয়েন্টে তৃতীয় আর আর্সেনাল ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।