× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইংলিশ প্রিমিয়ার লিগ

ম্যানসিটির দুঃস্বপ্নের হার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ০০:৫২ এএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪ ০২:৪৮ এএম

আন্তোনিও সেমেনোর গোলের উচ্ছ্বাস

আন্তোনিও সেমেনোর গোলের উচ্ছ্বাস

ম্যানচেস্টার সিটি-বোর্নমাউথের লড়াই মানেই প্রিমিয়ার লিগে একপেশে দ্বৈরথ। সিটির সঙ্গে কোনোভাবেই পেরে ওঠার কথা নয় বোর্নমাউথের। কিন্তু আজ এমন কিছু করে দেখিয়েছে তারা, যা এতদিন ধরে শতচেষ্টা করেও পারেনি। নতুন অঘটনের জন্ম দিয়েছে বোর্নমাউথ। দুদলের আগের ১৪ ম্যাচের সব কটিতেই বিজয়ের গল্প লিখেছে সিটি। আর সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে সিটির বিরুদ্ধে টানা ২১ ম্যাচে জয় বঞ্চিত রয়ে গেছে বোর্নমাউথ।

দুর্ভাগ্য বিদায় করে আজ ভাইটালিটি স্টেডিয়ামে নয়া ইতিহাস লিখেছে বোর্নমাউথ। বিস্ময়কর ঘটনাই ঘটিয়ে দিয়েছেন আন্দোনি আইরোলার শিষ্যরা। ধরাশায়ী করেছে টানা চারবারের চ্যাম্পিয়ন ম্যানসিটিকে। পয়েন্ট টেবিলে সবার ওপরে থেকে মাঠে নামা ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে কুপোকাত করেছে বোর্নমাউথ।

ইনজুরির ছোবলে দুর্দশাগ্রস্ত সিটি ঠিক আগের ম্যাচেই টটেনহামের কাছে হার মেনে বিদায় নিয়েছে ইংলিশ লিগ কাপ থেকে। তবে এ ম্যাচে প্রতিপক্ষ বোর্নমাউথ বলে অনেকটা নির্ভার করেছিল কোচ পেপ গার্দিওলার শিষ্যরা। কারণ এ দলের বিপক্ষে প্রিমিয়ার লিগে কখনো পয়েন্ট খোয়ানোর নজির নেই সিটির। পুরোনো সেই সব হিসাব-নিকাশ আজ বদলে ফেলেছে বোর্নমাউথ।

লড়াইয়ের নবম মিনিটেই স্বাগতিকরা লিড পেয়ে যায় আন্তোনিও সেমেনোর গোলে। দুল বিরতিতে যায় ১-০ স্কোর লাইন নিয়েই। ম্যাচের ৬৪তম মিনিটে বোর্নমাউথকে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে নেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইভানিলসন। ২০২৩ সালের জানুয়ারিতে টটেনহাম ম্যাচের পর এই প্রথম কোনো দলের বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে পড়ে সিটি।

ম্যাচ শেষের ৮ মিনিট আগে ইয়োস্কো গাভার্দিওলের গোলে সিটি ব্যবধান কমালেও আর সমতায় ফিরতে পারেনি ডিফেন্ডিং ইংলিশ লিগ চ্যাম্পিয়নরা। অতিথিদের মাঠ ছাড়তে হয় প্রথমবারের মতো বোর্নমাউথের কাছে হারের তেতো স্বাদ হজম করে। ফলে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড অভিযাত্রাও থামল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা