ওয়াংখেড়ে টেস্ট
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ২১:৫০ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ২১:৫১ পিএম
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডকে ধসিয়ে দেন রবীন্দ্র জাদেজা
ভারত আগেই জয় করে ফেলেছে নিউজিল্যান্ড। সেটা সম্ভব হয়েছে সিরিজের প্রথম দুই টেস্ট জেতায়। ১২ বছরের মধ্যে প্রথম দল হিসেবে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছে কিউইরা। মুম্বাইয়ে সিরিজের শেষ ও তৃতীয় টেস্টে আরও বড় কীর্তি হাতছানি দিয়ে ডাকছে কিউইদের। এবার সুবর্ণ সুযোগ ভারতের মাটিতে ভারতকে হোয়াইটওয়াশ করার। এর আগে ভারতকে তাদেরই মাটিতে ধবলধোলাই করেছিল কেবল দক্ষিণ আফ্রিকা। তবে সেটি ছিল ২০০০ সালে, দুই ম্যাচের টেস্ট সিরিজে।
সে হিসেবে আরও একটি রেকর্ড গড়ার হাতছানি কিউইদের সামনে। প্রথম দল হিসেবে ভারতের মাঠে ভারতকে তিন ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই করার দারুণ সুযোগ নিউজিল্যান্ডের সামনে। সেটা করতে পারে কি না, সেটাই আগামীকাল দেখার বিষয়। বৃষ্টি হানা না দিলে ওয়াংখেড়ে টেস্ট যে তৃতীয় দিনেই শেষ হচ্ছে, এটা এখন নিশ্চিত করে বলাই যাচ্ছে। আজ টেস্টের দ্বিতীয় দিনটা নিউজিল্যান্ড শেষ করেছে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৭১ রান নিয়ে। তাতে অতিথিরা লিড পেয়েছে ১৪৩ রানের। এতে করে সিরিজে প্রথম জয়ের সুবাস পাচ্ছে রোহিত শর্মারা। এজাজ প্যাটেল ও উইলিয়াম ও’রুর্ক আর কতটুকু ব্ল্যাক ক্যাপস শিবিরকে এগিয়ে নিতে পারেন, সেটাই এখন দেখার।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে টেস্টে এর আগে পাঁচবার লক্ষ্য তাড়া করতে নেমে ভারত জয় পেয়েছে মাত্র একবার। বিপরীতে হার মেনেছে তিনবার, ড্র করেছে একবার। ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয়রা জয় পেয়েছিল আবার মাত্র ৪৮ রানের টার্গেট টপকে। অন্য চার টেস্টে লক্ষ্য ছিল ২৪০ রানের অধিক। নিউজিল্যান্ডকে বিরল কীর্তির স্বপ্ন দেখাচ্ছে সিরিজ জুড়ে চলা ভারতের এলোমেলো ব্যাটিং পারফরম্যান্স। মুম্বাই টেস্টে এসেই এই সিরিজে প্রথম ইনিংসে এই প্রথম লিডের দেখা পেয়েছে স্বাগতিকরা। তবে তাদের ব্যাটিংটা ছিল ছন্দহীন। প্রথম দিন বিকেলে ৮ বলের মধ্যে ৩ উইকেট খুইয়েছে তারা। আজও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে।
ভারত ৪ উইকেটে ৮৪ রানে দ্বিতীয় দিন শুরু করে আর কোনো উইকেট না হারিয়ে পেয়ে যায় ১৮০ রানের পুঁজি। শুবমান গিল-ঋষভ পন্ত গড়েন ৯৬ রানের জুটি। ভারতীয় ইনিংসের শেষের শুরুও হয় এতে। ১৮০/৪ থেকে রোহিতদের স্কোর দাঁড়ায় ২৬৩/১০। শেষ ৬ উইকেটের বিনিময়ে দলীয় স্কোরে ৮৩ রান যোগ করে তারা। ৫৯ বলে ৬০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন পন্ত। শুবমান গিল ১৪৬ বলে উপহার দেন ব্যক্তিগত সর্বোচ্চ ৯০ রানের চমৎকার ইনিংস। শেষ দিকে ওয়াশিংটন সুন্দর ৩৬ বলে ৩৮ রান এনে দেন। ত্রয়ীর ব্যাটিং দৃঢ়তায় ২৮ রানের লিড পায় ভারতীয়রা। মুম্বাইয়ের মাঠে খেলা নিউজিল্যান্ডের আগের টেস্টে ইনিংসে ১০ উইকেট শিকার করে ইতিহাস গড়া বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল এবার নিয়েছেন ৫ উইকেট।
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে প্রথম ওভারে ২ রান তুলতেই হারায় অধিনায়ক টম ল্যাথামকে। পেসার আকাশ দীপ বোল্ড করে দেন তাকে। পরে নিয়মিত বিরতিতে উইকেট খুইয়েছে সফরকারীরা। ম্যাট হেনরিকে রবীন্দ্র জাদেজা বোল্ড করতেই পর্দা নামের দ্বিতীয় দিনের খেলায়। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ৫১ রান আসে উইল ইয়াংর ব্যাট ছুঁয়ে। জাদেজা পেয়েছেন ৪ উইকেট আর রবিচন্দ্রন অশ্বিনের পকেটে গেছে ৩ উইকেট।