প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ২০:৩০ পিএম
টেস্টের ভাবনায় রাখা হয়েছে বলেই তাইজুল নেই ওয়ানডে ক্রিকেটে— সংগৃহীত ছবি
বিসিবি যখন গতকাল দল ঘোষণা করেছিল, তার ঘণ্টাখানেক পর ফেসবুকে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছিলেন তাইজুল ইসলাম। ‘টেস্টের ক্রিকেটার’ তমকা লেগে যাওয়া টাইগার স্পিনার নানা সময়ে বাকি দুই ফরম্যাটে খেলার আগ্রহ জানিয়েছিলেন। ওয়ানডে কি টি-টোয়েন্টি, নিজেকে স্বল্প ওভারের ফরম্যাটের যোগ্যও প্রমাণ করেছিলেন। কিন্তু দল পাননি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও তাকে রাখা হয়নি। তাইজুল কেন নেই, সেই ব্যাখা অবশ্য দিয়েছে বিসিবি।
টাইগারদের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মতে, তাইজুলকে টেস্ট ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে। তিনি যেন পুরো মনোযোগ দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে দিতে পারেন, সেই লক্ষ্যেই পঞ্চাশ ওভারের ক্রিকেটের বাইরে রাখা হয়েছে। বিসিবির নির্বাচক বলেছেন, ‘সাকিব যেহেতু টেস্টে নেই, তাইজুল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই ফরম্যাটে। ওয়ানডেতেও সে ভালো করতে পারে, কিন্তু টেস্টে আমাদের জন্য বেশি জরুরি সে। তাকে ঝুঁকিমুক্ত রাখার চেষ্টা করতে হবে আমাদের।’
আফগানিস্তানের বিপক্ষে শারজায় বসতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেই লিটন দাস। দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝে পড়া জ্বর থেকে সেরে না ওঠায় তাকে বিবেচনায় নেওয়া হয়নি। এক বছরের বেশি সময় পর ওয়ানডে দলে ডাক পাওয়া বাঁহাতি স্পিনার নাসুম আহমাদের ক্ষেত্রে বিসিবির বক্তব্য, তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন পঞ্চাশ ওভারের ক্রিকেটে। তবে দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন নাজমুল হোসেন শান্ত।
গতকাল বিসিবি তাকেই অধিনায়ক করে ১৫ সদস্যের দল দেয়। ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের মাঝেই তিনি জানিয়েছিলেন, নেতৃত্বে তার আগ্রহ নেই। কিন্তু ঠিক কি কারণে আবারও নেতা হিসেবেই শান্ত? এমন প্রশ্নের উত্তরে কৌশলী ছিলেন বিসিবির প্রধান নির্বাচক। বোর্ডের কোর্টে বল ঠেলে গাজী আশরাফ বলেছেন, ‘এটা বোর্ডের সিদ্ধান্ত। এ ব্যাপারে নির্বাচকদের কিছু না বলাই ভালো। সে অধিনায়ক ছিল। তাকেই রাখা হয়েছে। তবে এ ব্যাপারে আমাদের কথা বলাটা সমীচীন মনে করি না।’