প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ১৯:৩২ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ১৯:৫৮ পিএম
এখনই নেতৃত্ব নিয়ে কিছু ভাবছেন না তাওহিদ হৃদয়; ছবি : আ. ই. আলীম
দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন নাজমুল হোসেন শান্ত। যদিও আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও অধিনায়ক থাকছেন নাজমুল। এরই মাঝে ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, টি-টোয়েন্টি দলের অধিনায়ক হচ্ছেন তাওহিদ হৃদয়। তবে তরুণ এ ব্যাটার এখনই নেতৃত্ব নিয়ে কিছু ভাবছেন না, পূর্ণ মনোযোগ রাখছেন আফগান সিরিজে।
শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছেন বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটার। আগামীকাল রবিবার দ্বিতীয় ভাগে বাকি ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা মধ্যপ্রাচ্যের দেশটিতে উদ্দেশে রওনা দেবেন। আজ বিমানবন্দরে যাওয়ার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট শ্তেদীয়ামেড় একাডেমি ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ২৩ বছর বয়সি হৃদয়।
টি-টোয়েন্টি অধিনায়কত্বের প্রশ্নে তিনি বলেছেন, ‘এ বিষয়ে বিসিবি সিদ্ধান্ত দেবে। আমার হাতে কিছু নেই। আমি মনে করি, এটা শুধু আমার বা এক-দুজন দিয়ে হবে না। এটা বিসিবি বা যারা দায়িত্বে আছেন, তারা ভালো জানবেন। আমার যেটা মনে হয়, দলের ভালোর জন্য যার কাছে (অধিনায়কত্ব) যাওয়া উচিত, তাকেই দেওয়া উচিত। আর যার কাছেই যাবে, তার জন্য শুভকামনা।’
অধিনায়কত্বের দায়িত্ব নিতে প্রস্তুত কি না, এমন প্রশ্ন এড়িয়ে যেতে চাইলেন তিনি, ‘আমি এই ব্যাপারটা নিয়ে এখন কথা বলতে চাইছি না। সামনে যেহেতু আমাদের একটা খেলা আছে, এই ব্যাপারটাতেই মনোযোগ দিতে চাচ্ছি।’
সাম্প্রতিক সময়ে বেশ ধুঁকছে বাংলাদেশ দল। পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভরাডুবি হয়েছে টাইগারদের। তবে আফগানিস্তানের বিপক্ষে সংস্করণটা ওয়ানডে বলেই দল হিসেবে ভালো করার ব্যাপারে আশাবাদী হৃদয়, ‘আশা করি, ভালোভাবে শুরু করতে পারব। বরাবরই এই সংস্করণে আমরা ভালো খেলে থাকি। এবারও অবশ্যই ভালোভাবে শুরু করতে চাই। আমাদের যে সামর্থ্য আছে, সে অনুযায়ী যদি খেলতে পারি, ভালো কিছু হবে ইনশাল্লাহ।’
আগামী ৬ নভেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৯ নভেম্বর। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১১ নভেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজে শান্তর ডেপুটি হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ। আফগান সিরিজে দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। দলে নেই সাকিব আল হাসানও। দলে ফিরেছেন নাসুম আহমেদ ও সৌম্য সরকার। প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন পেসার নাহিদ রানা।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।