এনসিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ১৯:০৭ পিএম
সিলেটে রানবন্যা ছুটিয়েছিলেন অমিত ও বিজয়। দুজনেই পেয়েছেন সেঞ্চুরির দেখা— সংগৃহীত ছবি
খুলনার ওপেনিং জুটি ভাঙতেই গলদঘর্ম ছুটে গিয়েছিল ঢাকা মেট্রোর। জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে আজ শনিবার উদ্বোধনী জুটিতেই ২৩০ রান আনেন এনামুল হক বিজয় ও অমিত মজুমদার। তাদের জুটিতে ভর করেই ৩৫৮ রান স্কোরবোর্ডে জমা করেছে খুলনা। দিনের খেলা শেষের আগে দুই সেঞ্চুরিয়ান ফিরলেও আগামীকাল ৪ উইকেট হাতে রেখে ব্যাট করবে নুরুল হাসানের দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যখন রানের বন্যা ছুটিয়েছিল খুলনার খেলোয়াড়রা। তখন বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে মুখ ধুবড়ে পড়ে রংপুর। সিলেটের তিন পেসারের তোপে ১৫৮ রানেই প্রথম ইনিংস থামে আকবর আলীদের। জাতীয় ক্রিকেট লিগের আরেক ম্যাচে চট্টগ্রামে ১০৭ রান তুলতে এক উইকেট হারিয়েছে চট্টগ্রাম। ঢাকার বিপক্ষে কাল ৫৪ রানে দিন শুরু করবেন পারভেজ হোসেন ইমন ও ৪৬ রান থেকে সাজ্জাদুল হক রিপন।
সিলেটে টস জিতে খুলনাকে ব্যাট করতে পাঠায় ঢাকা মেট্রো। শুরু থেকেই দাপুটে খেলা খুলনা ২৩০ পর্যন্ত কোনো উইকেট হারায়নি। ১৬৯ বলে ১২৫ রান করেছেন বিজয়। জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটারের উইলোতে ছিল ১৩ চার ও তিন ছক্কার মার। দিনটা অবশ্য ১৪৫ রান করে রাঙিয়েছেন আরেক ওপেনার অমিত। ২৩৪ বলে ১৪টি চারের পাশাপাশি তিনটি ছক্কা হাকিয়েছেন খুলনার এই ব্যাটার। তাদের দুই উদ্বোধনি জুটিতে ভর করে রান পাহাড়ে চেপেছে খুলনা। তিনে নামা ইমরুল কায়েসের ৪৬ এবং অধিনায়ক সোহানের ব্যাটে আসে ১৬ রান। কাল দলকে টানবেন এক রান করা টিপু সুলতান ও শেখ মেহেদী হাসান। মেট্রোর হয়ে দুটি উইকেট নিয়েছেন পেসার শহিদুল ইসলাম।
সিলেটে যখন রানবন্যা ছুটছিল তখন বগুড়ার উইকেটে টিকতে পারছিল না আকবররা। সিলেটের তিন পেসার— আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ ও রেজাউর রহমানের তোপে ধুঁকেছে রংপুর। তিনজনই শিকার করেছেন তিনটি করে উইকেট। দলীয় ৫১ রানে প্রথম উইকেট হারানো রংপুর শতরান তুলতেই হারিয়ে বসে শুরুর ছয় উইকেট। খালিদের ৩৩ ও অধিনায়ক আকবরের ৩৭ রানে পরে ১৫৮ রান অবদি যায় রংপুর। দিন শেষের আগে ২৪ রান তুলতে কোনো উইকেট হারায়নি সিলেট। পিনাক ঘোষ ১৪ রানে ও তৌফিক খান ৯ রানে ব্যাট করছেন।
চট্টগ্রামে অবশ্য খেলায় বাগড়া এসেছিল। পুরো দিনে মোটে ২৬ ওভার মাঠে গড়িয়েছে। এই সময়ে ছয়জন বোলার খাটিয়ে একটি মাত্র উইকেট তুলতে পারে ঢাকা। চট্টগ্রাম দিনশেষ করেছে ১০৭ রানে। আগামীকাল টেস্টের দ্বিতীয় দিনে ফিফটির অপেক্ষায় আছেন রিপন। ৫৪ রানে ব্যাট করছেন ইমন।