× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবশেষে ক্রিকেটে ফিরছেন ইবাদত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ১৬:৫৮ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ১৮:২৯ পিএম

হাঁটুর চোট কেড়ে নিয়েছে ইবাদতের ক্যারিয়ারের ১৪ মাস— সংগৃহীত ছবি

হাঁটুর চোট কেড়ে নিয়েছে ইবাদতের ক্যারিয়ারের ১৪ মাস— সংগৃহীত ছবি

সবশেষ জুনে মাঠে ফেরার কথা ছিল ইবাদত হোসেনের। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সেই সম্ভাবনা ঝুলে যায় ভারত সফর পর্যন্ত। চোট তাকে অনিশ্চিত করে রাখে ওই সিরিজেও। এরপর ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকা দুটি টেস্ট খেললেও বিবেচনায় আসেননি। তখন জানা যায়, ফেরার মঞ্চ হিসেবে এনসিএলকে পাখির চোখ করেছেন এই পেসার। আজ বিসিবির একাধিক সূত্রের বরাতে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচ দিয়ে তিনি ফিরছেন।

প্রতিযোগিতামূলক ক্রিকেটে ইবাদতের ফেরার অপেক্ষা বাড়িয়েছিল চোট। গত বছরের জুলাইয়ে হাঁটুর চোটে পড়েন টাইগার পেসার। সেই থেকে মাঠের বাইরে। অনেক কাঠখড় পুড়িয়ে যাচ্ছেন। লন্ডনে চিকিৎসাও নিয়েছেন। চোট তাকে প্রথমে ছিটকে দিয়েছে এশিয়া কাপ থেকে, এরপর বিশ্বকাপেও ব্রাত্য হয়েছেন। হাঁটুর ইনজুরিতে গত বিপিএল থেকেও ছিটকে যান। কিন্তু মাঠের লড়াইয়ে ফিরতে পারেননি। সেই ফেরার ইচ্ছা এবার পূর্ণ হতে চলছে।

ক্যারিয়ারের সেরা ফর্মে এসে চোটে পড়েছিলেন ইবাদত। অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের চোট তার ক্যারিয়ার থেকে কেড়ে নেয় ১৪ মাস সময়। এনসিএলে ইবাদত খেলেন সিলেট বিভাগের হয়ে। এবার তাদের জার্সি গায়ে চড়িয়েই আবার ক্রিকেট মাঠে ফিরছেন। আগামী ৯ নভেম্বর খুলনার বিপক্ষে তাদের চতুর্থ রাউন্ডের ম্যাচে খেলবেন ইবাদত।

ক্রিকবাজকে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমাদের পরিকল্পনা মোতাবেক ইবাদত এনসিএলের চতুর্থ রাউন্ডে খেলবে। আমরা দেখতে চাই প্রতিযোগিতামূলক ক্রিকেটে সে কেমন বোধ করে। এটা তার পুনর্বাসন প্রক্রিয়ারই অংশ, তার জন্য কিছু বাধ্যবাধকতাও দেওয়া হতে পারে। বিপিএলের আগে সেরে ওঠার জন্য আরও কিছু জায়গায় কাজ করতে হবে।’

এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে থাকা ইবাদত এখনও পুনবার্সন প্রক্রিয়ার মাঝে। পুরোদমে বোলিং না করলেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে খুব দ্রুতই ইবাদতকে মাঠের ক্রিকেটে দেখা যেতে পারে। দেখা যেতে পারে আন্তর্জাতিক জার্সিতেও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা