প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ১৬:৪২ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ১৬:৪৩ পিএম
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাফজয়ী দুই নারী ফুটবলার কৃষ্ণারানী সরকার ও মোসাম্মৎ সাগরিকা (বাঁয়ে)। ছবি সংগৃহীত
বাংলাদেশ নারী ফুটবলের দীর্ঘদিনের চাওয়া, নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলা। সাফের বাইরের দলগুলোর সঙ্গে ম্যাচ খেলতে চান তারা। এমনটা বারবার চাওয়া হলেও পুরণ হয়নি এখনও। সাফের শিরোপা জিতে এবার সেই আকাঙ্ক্ষার কথা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জানিয়েছেন সাফজয়ী ফুটবলার কৃষ্ণারানী সরকার।
সর্বশেষ উয়েফা চ্যাম্পিয়নস লিগের আসরে শিরোপা জেতে বার্সেলোনা নারী দল। স্প্যানিশ ক্লাবটির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চান বলে নিজের ইচ্ছার কথা আজ প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন সাফের দুটি শিরোপা জেতা ফরোয়ার্ড কৃষ্ণা।
সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান। সেখানে প্রদান উপদেষ্টা তাদের সংবর্ধনা দেন এবং আশ্বাস দেন দাবি পূরনের। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজয়ী খেলোয়াড়দের দাবিগুলো মনোযোগের সঙ্গে শুনেছেন প্রধান উপদেষ্টা এবং অগ্রাধিকার ভিত্তিতে সমাধানে প্রতিশ্রুতিও দিয়েছেন।