× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বললেন ব্রাজিল কোচ

‘ভিনিসিয়ুসকে ব্যালন ডি’অর না দেওয়া অন্যায়’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ১৪:০২ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ১৪:৪৫ পিএম

‘ভিনিসিয়ুসকে ব্যালন ডি’অর না দেওয়া অন্যায়’

২০০৭ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন কাকা। এরপর ব্রাজিলের আর কোনো ফুটবলার প্রেস্টিজিয়াস এ পুরস্কার পাননি। অনেকেরই ধারণা ছিল, এবার ব্রাজিলিয়ান ভক্তদের সে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। এবারের ব্যালন ডি’অর বিজয়ীর দৌড়ে সামনের সারিতেই ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে শেষের নাটকীয়তায় স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতে উঠেছে এবারের ব্যালন ডি’অর।

গত সোমবার রাতে প্যারিসে ব্যালন ডি’অর অনুষ্ঠানের পর থেকেই বিতর্ক চলছে। রদ্রি নয়, ভিনিরই ব্যালন ডি’অর জেতা উচিত ছিল বলে মনে করেন অনেকে। এর বিপরীত মতও আছে। তবে ভিনির পুরস্কারটি না পাওয়ার প্রতিক্রিয়া এখনও শেষ হয়নি। ভিনি এবং তার ক্লাব রিয়াল মাদ্রিদ মনে করে, এ পুরস্কারের যোগ্য ছিলেন ভিনিই। যার প্রতিবাদস্বরূপ তারা এ অনুষ্ঠান বর্জন করে। প্যারিসের অনুষ্ঠানে যাননি ক্লাবটির কেউই।

এদিকে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নভেম্বরে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। সেজন্য গতকাল রিও ডি জেনিরোয় ভিনিকে রেখে ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। সেখানেই সাংবাদিকদের ভিনির ব্যালন ডি’অর না জেতা প্রসঙ্গে কথা বলেছেন। তার মতে, ভিনির সঙ্গে যা হয়েছে তা ‘অন্যায়’।

তিনি বলেছেন, ‘তার সঙ্গে আমার (ব্যালন ডি’অর দেওয়ার) আগের দিন কথা হয়েছে, পরে হয়নি। সরাসরি কথা বলতে হবে। আমার মতে, এটা অন্যায়। এটা ব্যক্তিগত পুরস্কার। যদি এমন কেউ থেকে থাকে, যে দুর্দান্ত, তীক্ষ্ণ ও ভয়ংকর অ্যাথলেট, যার প্রতিভা মৌসুমজুড়ে পুরো বিশ্ব দেখেছে, সেটা সে-ই (ভিনি)।’

অবশ্য রদ্রিরও প্রশংসা করেছেন দরিভাল। তার মতে, এ ফুটবলারেরও অবদান আছে। তিনি বলেছেন, ‘যে এ পুরস্কার জিতেছে, তার বিরুদ্ধে আমি নই। (রদ্রি) সে স্প্যানিশ ও বিশ্ব ফুটবলের জন্যই দারুণ খেলোয়াড়। অনেকবার নিজেকে চিনিয়েছে।’ দরিভাল এরপর বলেছেন, ‘কিন্তু ভিনিসিয়ুস যা করেছে, সেজন্য তার অন্যরকম স্বীকৃতি প্রাপ্য ছিল। তবে ভিনিসিয়ুস সম্ভবত সেরা যে পুরস্কারটি জিতেছেন, সেটি তার (দেশের) মানুষের সম্মান ও ভালোবাসা। ব্রাজিলের অধিকাংশ মানুষ বুঝতে পেরেছে, এটা অন্যায়।’

ব্যালন ডি’অর দেওয়ার বেশ আগে থেকেই সংবাদমাধ্যমের চোখে এ পুরস্কার জয়ে ফেবারিট ছিলেন ভিনি। গত মৌসুমে রিয়ালের লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ে দারুণ অবদান রাখেন। রদ্রি স্পেনের হয়ে জিতেছেন ইউরো এবং ম্যানচেস্টার সিটির হয়ে জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ। ভিনি পুরস্কারটি জিতবেন না, এ খবর জানতে পারার পর রিয়ালের বহর ব্যালন ডি’অর অনুষ্ঠানে অংশ নিতে আর প্যারিসে যায়নি।

বিশ্বকাপ বাছাইয়ে ১৪ নভেম্বর ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। ২০ নভেম্বর দরিভালের দলের প্রতিপক্ষ উরুগুয়ে। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকান বাছাই পর্বে পয়েন্ট টেবিলে চতুর্থ ব্রাজিল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় কলম্বিয়া ও ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় উরুগুয়ে। গোল ব্যবধানে ব্রাজিলের চেয়ে এগিয়ে থাকায় এক ধাপ ওপরে উরুগুয়ে। বাছাই পর্বে শীর্ষ ছয়টি দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলবে। সপ্তম দলটিকে দিতে হবে প্লে-অফ পরীক্ষা।

কাঁধের চোটের কারণে গত অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল দলে ছিলেন না ভিনিসিয়ুস। গত বছর কোচ ফার্নান্দো দিনিজের অধীন আর্জেন্টিনা, কলম্বিয়া ও উরুগুয়ের কাছে হেরেছিল ব্রাজিল। এ বছর দরিভালের অধীন ইকুয়েডর, চিলি ও পেরুর বিপক্ষে জিতলেও প্যারাগুয়ের কাছে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা