× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএল ২০২৫

দামি খেলোয়াড় ক্লাসেন, দল রাজস্থান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪ ১৩:৪৪ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৪ ১৩:৫৪ পিএম

দামি খেলোয়াড় ক্লাসেন, দল রাজস্থান

আইপিএলের মেগা নিলামের আগে বিসিসিআইয়ের বেঁধে দেওয়া খেলোয়াড় রিটেইনশনের সময় ফুরায় গতকাল বৃহস্পতিবার। এ সময়ের মধ্যে ১০ দল মিলে ধরে রেখেছে মোট ৪৬ জন খেলোয়াড়। রুপির অঙ্কে রিটেইন খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে দামি সানরাইজার্স হায়দরাবাদের হেনরিখ ক্লাসেন। দক্ষিণ আফ্রিকার এই উইকেটকিপার–ব্যাটারের জন্য ২৩ কোটি রুপি খরচ করেছে হায়দরাবাদ। দল হিসেবে রিটেনশনে সবচেয়ে বেশি টাকা খরচ করেছে রাজস্থান রয়্যালস। ফ্রাঞ্চাইজিটি ছয়জন খেলোয়াড় ধরে রাখতে গিয়ে খসিয়েছে ৭৯ কোটি টাকা। রিটেনশনে সবচেয়ে কম খরচ করেছে পাঞ্চাব কিংস। সাড়ে নয় কোটি টাকা খরচ করেছে বলিউড কুইন প্রীতি জিনতা মালিকানাধীন ফ্রাঞ্চাইজিটি। 

আইপিএলে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার শেষ সময় ছিল বৃহস্পতিবার ভারতীয় সময় বিকেল পাঁচটা। এর ঘণ্টা দুয়েক পর ১০ ফ্র্যাঞ্চাইজির ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে আইপিএল কর্তৃপক্ষ। নিলামে প্রতিটি দলকে ১২০ কোটি রূপি খরচের সীমাবদ্ধতা দেয়া হয়। নিলামের আগে সর্বাধিক ছ’জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে দলগুলো। তার মধ্যে সর্বাধিক পাঁচজন আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারকে ধরে রাখা যাবে। কোনও দল চাইলে ছ’জনের কম ক্রিকেটারকেও ধরে রাখতে পারে। সে ক্ষেত্রে বাকিদের নিলামে ‘রাইট টু ম্যাচ’ কার্ড ব্যবহার করে নিতে পারে তারা।

নিলামের আগে বেশ কিছু চমক লক্ষ্য করা গেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরাট কোহলিকে ধরে রেখেছে ২১ কোটি রুপিতে। এতে কোহলিও গড়েছেন দারুণ কীর্তি। আইপিএলের ইতিহাসে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ২০ কোটি রুপির বেশি পারিশ্রমিক পাবেন তিনি। এর আগে কোহলি (২০১৭ থেকে ২০২১ পর্যন্ত বেঙ্গালুরুতে ১৭ কোটি রুপি) ও লোকেশ রাহুলের চেয়ে (২০২২ থেকে ২০২৪ পর্যন্ত লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসে ১৭ কোটি রুপি) বেশি পারিশ্রমিক পাননি আর কোনো ভারতীয় ক্রিকেটার।

রিটেইনশনে বিদেশিদের মধ্যে চমক দেখিয়েছেন ক্লাসেন। ২০২৩ আইপিএলের আগে মিনি নিলামে মাত্র ৫ কোটি ২৫ লাখ রুপিতে ক্লসেনকে দলে নিয়েছিল হায়দরাবাদ। এবার তার পারিশ্রমিক বেড়েছে ৩৩৮ শতাংশ। ২৩ কোটি রুপি খরচ করে হায়দরাবাদ তাকে ধরে রেখেছে। বিদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ২১ কোটি রুপিতে ওয়েস্ট ইন্ডিজের কিপার-ব্যাটসম্যান নিকোলাস পুরানকে ধরে রেখেছে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

নতুন আসরে মিচেল স্টার্ককে ধরে রাখেনি কলকাতা নাইট রাইডার্স।  গত আসরের আগে নিলামে রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল শিরোপাজয়ীরা। অধিনায়ক শ্রেয়াস আইয়ারকেও ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। 

১০ ফ্র্যাঞ্চাইজি ধরে রাখল যাদের: (অর্থের অঙ্ক ভারতীয় রুপিতে)

মুম্বাই ইন্ডিয়ান্স: জাসপ্রিত বুমরাহ (১৮ কোটি), সূর্যকুমার যাদব (১৬ কোটি ৩৫ লাখ), হার্দিক পান্ডিয়া (১৬ কোটি ৩৫ লাখ), রোহিত শর্মা (১৬ কোটি ৩০ লাখ), তিলাক ভার্মা (৮ কোটি)

সানরাইজার্স হায়দরাবাদ: হেনরিখ ক্লাসেন (২৩ কোটি), প্যাট কামিন্স (১৮ কোটি), আভিশেক শর্মা (১৪ কোটি), ট্রাভিস হেড (১৪ কোটি), নিতীশ কুমার (৬ কোটি)

চেন্নাই সুপার কিংস: রুতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি), রবিন্দ্র জাদেজা (১৮ কোটি), মাথিশা পাথিরানা (১৩ কোটি), শিভাম দুবে (১২ কোটি), মহেন্দ্র সিং ধোনি (৪ কোটি)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ভিরাট কোহলি (২১ কোটি), রাজাত পাতিদার (১১ কোটি), ইয়াশ দায়াল (৫ কোটি)

দিল্লি ক্যাপিটালস: অক্ষর প্যাটেল (১৬ কোটি ৫০ লাখ), কুলদ্বীপ যাদব (১৩ কোটি ২৫ লাখ), ট্রিস্টান স্টাবস (১০ কোটি), আভিশেক পোরেল (৪ কোটি)

কলকাতা নাইট রাইডার্স: রিঙ্কু সিং (১৩ কোটি), ভারুন চক্রবর্তি (১২ কোটি), সুনীল নারাইন (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), নিতিশ রানা (৪ কোটি), রামানদিপ সিং (৪ কোটি)

রাজস্থান রয়্যালস: সঞ্জু স্যামসন (১৮ কোটি), যশস্বী জয়সওয়াল (১৮ কোটি), রিয়ান পারাগ (১৪ কোটি), ধ্রুব জুরেল (১৪ কোটি), শিমরন হেটমায়ার (১১ কোটি), সন্দীপ শর্মা (৪ কোটি)

গুজরাট টাইটান্স: রশিদ খান (১৮ কোটি), শুবমান গিল (১৬ কোটি ৫০ লাখ), সাই সুদর্শন (৮ কোটি ৫০ লাখ), রাহুল তেওয়াতিয়া (৪ কোটি), শাহরুখ খান (৪ কোটি)

লাক্ষ্ণৌ সুপার জায়ান্টস: নিকোলাস পুরান (২১ কোটি), রাভি বিষ্ণু (১১ কোটি), মায়াঙ্ক যাদব (১১ কোটি), মহসিন খান (৪ কোটি), আয়ুশ বাদোনি (৪ কোটি)

পাঞ্জাব কিংস: শশাঙ্ক সিং (৫ কোটি ৫০ লাখ), প্রাভসিমরান সিং (৪ কোটি)

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা