× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাক্ষাৎকারে গোলাম রাব্বানী ছোটন

‘ঋতুপর্ণা প্রতিটি ম্যাচেই সেরা ছিল’

রুবেল রেহান

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪ ০৮:১১ এএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৪ ১১:০০ এএম

‘ঋতুপর্ণা প্রতিটি ম্যাচেই সেরা ছিল’

বাংলাদেশ নারী ফুটবল জাগরণের রূপকার কোচ গোলাম রব্বানী ছোটন। ২০২২ সালে তার তত্ত্বাবধানে প্রথমবার নারী সাফ শিরোপা জেতে লাল-সবুজ ব্রিগেড। যদিও এ পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান তিনি। সাফের দ্বিতীয় শিরোপা মিশনে সাবিনা খাতুনদের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ‍ইংলিশ কোচ পিটার বাটলার। এই ইংলিশ কোচ জানিয়ে দিয়েছেন মেয়েদের কোচ হিসেবে তিনি আর থাকছেন না। তবে কি আবারও ছোটনকে দেখা যাবে সাবিনাদের কোচ হিসেবে? তা ছাড়াও এবারের শিরোপা জয়ের পথে তার সাবেক শিষ্যদের পারফরম্যান্স নিয়ে খোলামেলা আলোচনা করেছেন প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে। সাক্ষাৎকারটি নিয়েছেন রুবেল রেহান।


প্রতিদিনের বাংলাদেশ : আবারও সাফে মেয়েরা অপরাজিত চ্যাম্পিয়ন হলো, আপনার অনুভূতি কেমন? 

গোলাম রব্বানী ছোটন : পর পর দুইবার চ্যাম্পিয়ন হলাম। এ দলের সঙ্গে একটা সময় ছিলাম। নিজেকে গর্বিত মনে হচ্ছে। 


প্রবা : প্রথমে ড্র। এরপর ঘুরে দাঁড়ানো। সাবিনার অধিনায়কত্ব এবং শেষ পর্যন্ত তার নেতৃত্বে টানা দ্বিতীয় শিরোপা জয়, এই জার্নিটাকে কীভাবে দেখছেন? 

ছোটন : ‘সবাই সবকিছুই জানে। এবার দলটা বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যে ছিল। তারপরও টুর্নামেন্টব্যাপী সাবিনার ছিল অনবদ্য ভূমিকা। টিম অর্গানাইজড করা, নিজের খেলা, সবকিছুই দুর্দান্ত। ক্যাপ্টেন নয়, লিডারের ভূমিকা পালন করেছে সাবিনা, এককথায় অসাধারণ।’


প্রবা : ফাইনালে ঋতুপর্ণার জয়সূচক গোল এবং পুরো আসরে তার পারফরম্যান্স কীভাবে মূলায়ন করবেন ? 

ছোটন : ঋতুপর্ণা এই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছে। আগের ম্যাচগুলোয় সে সেরা খেলোয়াড়ের পুরস্কার পায়নি। আমার মতে, টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচে সে সেরা ছিল। অন্য প্লেয়ার সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছে। কিন্তু ঋতুপর্ণাই সেরা প্লেয়ার ছিল এবং শুরু থেকে শেষ পর্যন্ত, ৯০ মিনিট একই রিদমে সে খেলে গেছে। 


প্রবা : সাফে আমরা দুইবার চ্যাম্পিয়ন। কিন্তু ভারত ৫ বার চ্যাম্পিয়ন হয়েও শেষ দুটিতে চ্যাম্পিয়ন হতে পারেনি , বিষয়টাকে কীভাবে দেখছেন? 

ছোটন : গত সাফে যখন আমরা চ্যম্পিয়ন হই, যখন দেশে ফিরি, তখন বাফুফের পক্ষ থেকে বলা হয়, আমরা এখন এশিয়ান এবং আশিয়ান অঞ্চলে খেলার চেষ্টা করব। আমরা সাফে শিরোপা ধরে রাখব। সেটা ধরেও রেখেছি। অথচ আমরা অলিম্পিক ফুটবলে খেলতে যাইনি। অনেক ফ্রেন্ডলি ম্যাচও খেলতে পারিনি। 

আমার দাবি, নতুন প্রেসিডেন্ট আসছেন তাবিথ ভাই (তাবিথ আউয়াল)। উনি ভালো চিন্তাভাবনা করবেন। কিরন আপা (মাহফুজা আক্তার) অনেক দিন ধরে কাজ করছেন। উনারা এই দুই বছর যেন হেলায় না হারান। আগামী সাফে গিয়ে যাতে আমাদের এই অবস্থা না হয়। আমাদের মেয়েরা যোগ্য। একটা জিনিস বলে রাখি, সাফে যাওয়ার আগে মেয়েদের নিয়ে অনেকে বলেছেন, তারা এইটা নিয়ে ব্যস্ত, ওটা নিয়ে ব্যস্ত। তবে আমি বিশ্বাস করি, এই মেয়েদের সক্ষমতা আছে। তারা বেস্ট প্লেয়ার। মেয়েরা সেরা খেলা দিতে পারলে চ্যাম্পিয়ন হবে। আর তাই ওদের গুরুত্ব দিতে হবে। হয়তো ওদের অনেকেরই এখনও ম্যাচুরিটি আসেনি। তবে আমি মনে করি ওদের আরও অনেক কিছু দেওয়ার আছে। তাই ওদের রক্ষণাবেক্ষণ করতে হবে। এদের দেখাশোনা করতে হবে, সুযোগ-সুবিধা বাড়াতে হবে। ফিলিপাইন-মিয়ানমার, থাইল্যান্ড বিশ্বকাপ খেলে, এরা এশিয়ার মোটামুটি টিম। এদের সঙ্গে ম্যাচ খেলা জরুরি। আমরা হারব। তবুও তাদের সঙ্গে খেলতে হবে। 


প্রবা : বাটলারকে প্রথমে একাডেমিতে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে জাতীয় দলে। ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, তিনি দায়িত্ব ছাড়ছেন। এ ক্ষেত্রে কোচ ছোটন আবার ফিরবেন কি না ? 

ছোটন : মনে রাখতে হবে, আমি নিজ ইচ্ছায় চলে আসি। আমাকে কিন্তু বাফুফে ছাড়তে চায়নি। নিজ ইচ্ছাই ছেড়ে দিয়েছি। আমার মনে হয়েছিল, কাজের আর পরিবেশ নেই। তবে আবার কাজের পরিবেশ হলে এবং বাফুফে যদি আমাকে নিয়ে চিন্তাভাবনা করে তবে আমি ভেবে দেখব। আমি মনে করি, দেশের হয়ে কাজ করাটা সব সময়ই গর্বের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা