প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ২০:০১ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪ ২১:২৬ পিএম
টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী দলের জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বৃহস্পতিবার বাফুফে ভবনে এমন ঘোষণা দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। চ্যাম্পিয়নদের সংবর্ধনা দিতে বাফুফেতে এসেছি। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে জাতীয় নারী ফুটবল দলের সঙ্গে দেখা করার অভিপ্রায় প্রকাশ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। আগামী শনিবার বেলা ১১টায় তিনি তার বাসভবনে নারী ফুটবল দলকে দাওয়াত দিয়েছেন। জাতিকে সুন্দর এই বিজয় উপহার দেওয়ার জন্য ফুটবলারদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ১ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। ’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সাবিনা-ঋতুপর্ণাদের জন্য ২০ লাখ টাকা পুরস্কার দেবে বলে জানিয়েছে। বর্তমানে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট চলাকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, ‘বিসিবি থেকে পুরস্কৃত করা হবে। পরপর দুই বার চ্যাম্পিয়ন, তারা আমাদের গর্বিত করেছে। পরিমাণটা দেখি, সব কথা একা বলে দিলে তো বোর্ড পরিচালকরা রাগ করতে পারে। ভালো একটা অ্যামাউন্ট দেওয়া হবে, আমরা যেরকম পারি আরকি।’