× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফজয়ীদের বড় পুরস্কার দিচ্ছে বিসিবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ১৮:০৭ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৪ ০১:৪৬ এএম

সাফজয়ীদের বড় পুরস্কার দিচ্ছে বিসিবি

বাংলাদেশ ক্রীড়াঙ্গনে ফুটবল-ক্রিকেট যেন ভিন্ন দুই মেরুতে। একপ্রান্তে নাজমুল হোসেন শান্তদের ইনিংস হারে হোয়াইটওয়াশের লজ্জা। অন্যপ্রান্তে সাবিনা খাতুনদের উৎসব আমেজ। নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা অক্ষুণ্ণ রেখেছে বাংলাদেশ নন্দিনীরা। সাবিনাদের উৎসবের ছটা ছড়িয়ে পড়েছে ৪৭ হাজার বর্গমাইলের আনাচে-কানাচে। দেশের মেয়েদের এমন সাফল্যে গতবারের মতো এবারও বড় পুরস্কার দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবিনা-ঋতুপর্ণাদের জন্য ২০ লাখ টাকা পুরস্কার দেবে বলে জানিয়েছে। 

বৃহস্পতিবার সাবিনা ও ঋতুপর্ণা চাকমাদের জয়ে পুরস্কার দেওয়ার কথা জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বর্তমানে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলছে বাংলাদেশ। সেখান থেকেই গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফারুক এ কথা জানান। ফারুক আহমেদ বলেছেন, ‘বিসিবি থেকে পুরস্কৃত করা হবে। পরপর দুই বার চ্যাম্পিয়ন, তারা আমাদের গর্বিত করেছে। পরিমাণটা দেখি, সব কথা একা বলে দিলে তো বোর্ড পরিচালকরা রাগ করতে পারে। ভালো একটা অ্যামাউন্ট দেওয়া হবে, আমরা যেরকম পারি আরকি।’

২০২২ সালে প্রথমবার সাফ জয়ের পর নারী ফুটবল দলের ৩২ সদস্যকে ৫১ লাখ টাকা পুরস্কার দেয় বিসিবি। তারই ধারাবাহিকতায় আরেকটি মহাদেশীয় সেরার মুকুট এনে দেওয়ায় মেয়েদের পুরস্কৃত করবে বাংলাদেশে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। 

এর আগে অর্থাৎ ফাইনালের আগে বাফুফের পক্ষ থেকে মেয়েদের জন্য পুরস্কার দেওয়ার কথা জানানো হয়। আগের মতো এবারও ছাদ খোলা বাসে অভিনন্দন এবং শহর প্রদক্ষিণের কথা জানিয়েছিল সংস্থাটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা