× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিমানবন্দরে নেমে যা বললেন সাবিনা-বাটলার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ১৬:১২ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪ ১৬:৩১ পিএম

বিমানবন্দরে নেমে যা বললেন সাবিনা-বাটলার

সাফের শিরোপা নিয়ে বীরের বেশে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে সংবাদ সম্মেলনে বেলা সোয়া ৩টায় আসেন সাফজয়ী দল। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দলের অধিনায়ক কোচ পিটার জেমস বাটলার ও অধিনায়ক সাবিনা খাতুন।  

সাফের শিরোপা জিতে আজ সাংবাদিকদের পিটার বাটলার বলেছেন, ‘আমি খুবই আনন্দিত যে কথা রাখতে পেরেছি। বাফুফে সভাপতি (সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন) ও নারী উইংয়ের প্রধানকে (মাহফুজা আক্তার কিরণ) বলেছিলাম শিরোপা নিয়ে দেশে ফিরব। সেটা করতে পেরেই ভালো লাগছে। তবে তার চেয়েও বেশি ভালো লাগছে যে আমরা যেভাবে শিরোপা জিতেছি সেটি।’

বাটলারকে বাফুফে নিয়োগ দেয় মূলত অ্যাকাডেমি দলের জন্য। তবে সাফ সামনে আসায় কয়েক মাস আগে তাকে দায়িত্ব দেওয়া হয় মেয়েদের সিনিয়র দলের। বাফুফের চুক্তি মতে তার সঙ্গে সিনিয়র দলের কাজ ৩১ অক্টোবর পর্যন্ত। আজই সেটি শেষ হয়ে যাচ্ছে। এরপর ব্রিটিশ কোচের কাজ কী হবে সেটি নির্ধারণ করবেন বাফুফের কর্তারা। এ নিয়ে বাটলার আজ বলেছেন, ‘এই মেয়েদের সঙ্গে আমার দায়িত্ব আপাতত শেষ হচ্ছে। সামনে আার রোল কী হবে সেটি নির্ধারণ করবে ফেডারেশন।’

সাফে নিজেদের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বাংলাদেশে। ওই ম্যাচে সানজিদা আক্তার, কৃষ্ণারানী সরকার ও মারিয়া মান্ডাকে প্রথম একাদশে রাখেননি কোচ বাটলার। ওই ম্যাচের পর দলে সিনিয়রদের পছন্দ করেন না বাটলার এমন খবরই বেরিয়ে আসে সংবাদমাধ্যমে। বিতর্ক তৈরি হয় আরও। সেসব কাটিয়ে শেষ পর্যন্ত মাঠের লড়াইয়ে দারুণ সফলতা দেখান সাবিনা খাতুনরা। নেপালকে হারিয়ে পরপর সাফের শিরোপা জেতেন তারা। তবে সাফ জয়ের পুরো অবদান মেয়েদের বলে স্বীকার করেছেন বাটলার, ‘গেল দুই সপ্তাহে মেয়েরা কঠিন পরিশ্রম করেছে। তারই ফল পেয়েছে তারা। এখানে কোচিং স্টাফদের চেয়ে তাদের অবদানই বেশি।’

সংবাদ সম্মেলনে কোচের কথার সঙ্গে একমত হয়েছেন অধিনায়ক সাবিনা, ‘সাফের শিরোপা ধরে রাখতে পেরে আমরা খুবই আনন্দিত। মেয়েরা কথা রেখেছে। পুরো টুর্নামেন্টে তারা কঠিন পরিশ্রম করেছে।’

সংবাদ সম্মেলনের পর বাফুফের ছাদখোলা বাসে করে এখন ফেডারেশনের দিকে যাচ্ছেন মেয়েরা। এ মুহূর্তে আছেন বিমানবন্দরের সামনে। বাসটি বিমানবন্দরে থেকে এক্সপ্রেসওয়ে হয়ে মগবাজার ও পল্টন হয়ে যাবে মতিঝিলস্ত বাফুফে ভবনে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা