× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফ ট্রফি নিয়ে সুমাইয়াদের ঘুম, ঋতুপর্ণার চুমো

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ১২:৩২ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪ ১৩:১২ পিএম

সাফ ট্রফি নিয়ে সুমাইয়াদের ঘুম, ঋতুপর্ণার চুমো

২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে সোনালি ট্রফি নিয়ে ঘুমিয়েছিলেন নিওনেল মেসি। লাল বলে পাকিস্তানের মাটিতে বাবরদের হোয়াইটওয়াশ করে সিরিজ ট্রফি নিয়ে আর্জেন্টাইন ফুটবল জাদুকরের পথেই হেঁটেছিলেন বাংলাদেশ কাপ্তান নাজমুল হোসেন শান্ত। এবার টানা সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে সেই স্মৃতি ফিরিয়ে আনলেন মাতসুশিমা সুমাইয়া-শামসুন্নাহার-সানজিদা আক্তাররা। দেশের মেয়েরা শিরোপা উদ্‌যাপন করে চলেছেন এখনও; ভিন্ন ভিন্ন উপায়ে।

সাফের ট্রফি নিয়ে মাতসুশিমা সুমাইয়ার আনন্দের ঘুমের ছবি ভাইরাল হয়েছে ইতোমধ্যে। শামসুন্নাহার সিনিয়র ট্রফি নিয়ে ঘুমানোর ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, ‘শুভরাত্রি। ইনশা আল্লাহ, আগামীকাল (আজ) দেশে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে’। চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ঘুমিয়েছেন উইঙ্গার সানজিদা আক্তারও। ঘুম থেকে জেগে বিছানায় শুয়েই ট্রফিতে চুম্বন এঁকে হয়েছেন লেন্সের ফ্রেমবন্দি।

সোফায় ট্রফি রেখে তাতে আদরে হেলান দিয়ে আয়েশি মুডে ছবিতে ধরা পড়েছেন ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার। গলায় চ্যাম্পিয়ন মেডেল ঝুলিয়ে পায়ের ওপর পা রেখে রাজকীয় স্টাইলে পোজ দিয়ে সাবিনা খাতুন হাত রেখেছেন রুপালি ট্রফিতে। ছবিটি ফেসবুকে দিয়ে অধিনায়ক সাবিনা লিখেছেন, ‘এটা বাড়িতে আসছে।’ আর আসর-সেরা ফুটবলার ঋতুপর্ণা চাকমা ট্রফি পাশে বসিয়ে দিয়েছেন আদুরে চুমো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা