চট্টগ্রাম টেস্ট
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ১০:৪৮ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪ ১২:০৮ পিএম
মুশফিকুর রহিম
বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের শুরু গতকাল দ্বিতীয় দিন। আজ চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনেও ঘুরে দাঁড়াতে পারেননি টাইগার ব্যাটাররা। ব্যর্থতার গল্প লিখে চলেছেন। দলীয় ৪৮ রানেই খুইয়ে ফেলেন তারা অষ্টম উইকেট। ব্যাটিং বিপর্যয় সামাল দিতে না পেরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ইউকেট হারিয়ে ৭৪ রানের সংগ্রহ গড়ে ফলো অনের শঙ্কায় স্বাগতিকরা।
ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে যোগ দিয়ে দিনের শুরুতেই ব্যক্তিগত ৯ রান নিয়ে ফিরে গেছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। আর মুশফিকুর রহিম ফিরে গেছেন ডাক মেরে। মেহেদী হাসান মিরাজের ব্যাট ছুঁয়ে এসেছে মাত্র ১ রান। মাহিদুল ইসলাম অংকন রানের খাতাই খুলতেই পারেননি। ২৬ রান নিয়ে এখনও ব্যাটিং লড়াই চালিয়ে যাচ্ছেন মুমিনুল হক। ১৩ রান নিয়ে তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন তাইজুল ইসলাম। ক্যাগিসো রাবাদা একাই পেয়েছেন ৫ উইকেট। ২ উইকেট পেয়েছেন ডেন পিটারসন।
তবে টনি ডি জর্জি ও ভিয়ান মুল্ডারের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা ৬ উইকেটে সংগ্রহ করেছেন ৫৭৭ রান।