নারী সাফ চ্যাম্পিয়নশিপ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ০৪:৫৪ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪ ০৪:৫৫ এএম
ঋতুপর্ণা চাকমা ও রুপনা চাকমা
মাঠের লড়াইয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ। শুধু তাই নয়, পুরস্কারের মঞ্চেও জয়জয়কার দেশের মেয়েদের। সাফ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন ঋতুপর্ণা চাকমা। অ্যাটাকিং মিডফিল্ডার ঋতুপর্ণা পুরো টুর্নামেন্ট জুড়েই দারুণ খেলেছেন। নেপালের বিপক্ষে ফাইনালে বাংলাদেশের জয়ের নায়কও ঋতুপর্ণা। তার গোলেই লাল-সবুজের প্রতিনিধিরা শিরোপা ধরে রেখেছে।
টুর্নামেন্ট সেরার সঙ্গে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন ঋতুপর্ণা। বাংলাদেশ চ্যাম্পিয়ন ও নিজের স্বীকৃতির প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘ভালো লাগছে আমরা আবার চ্যাম্পিয়ন হয়েছি। আমি গোল করেছি এবং পুরস্কার পাওয়াতে খুশি লাগছে। এতে আমার পরিবারও অনেক খুশি হবে।’
বাংলাদেশের সাফল্যের নেপথ্যে আরেকজন গোলরক্ষক রুপনা চাকমা। পুরো টুর্নামেন্ট জুড়ে তিনি বাংলাদেশের আস্থার প্রতীক ছিলেন। তার বীরত্বে চার ম্যাচে মাত্র দুই গোল খেয়েছে বাংলাদেশ। ২০২২ সালের সাফেও তিনি টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছিলেন।
সর্বোচ্চ গোলদাতা- দেকি লাজম (ভুটান, ৮ গোল)
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড- ভুটান