× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এখনই নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪ ২৩:৫৩ পিএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪ ২৩:৫৩ পিএম

নেইমার জুনিয়র

নেইমার জুনিয়র

চোট কাটিয়ে ৩৬৯ দিন পর মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র। অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) এত দিন জ্বালিয়ে মেরেছে ব্রাজিলিয়ান এ তারকাকে। সৌদি ক্লাব আল হিলালের জার্সিতে পুরো ম্যাচ খেলতে পারলে জাতীয় দলে ফিরতে পারতেন এ তারকা ফরোয়ার্ড। তবে প্রিয় তারকাকে মাঠে পেতে ব্রাজিল সমর্থকদের অপেক্ষার প্রহর এখনই শেষ হচ্ছে না। ২০২৫ সালের আগে ব্রাজিলের জার্সি গায়ে জড়াতে পারবেন না নেইমার।

আগামী নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। যার জন্য ১ নভেম্বর দল ঘোষণা করতে পারেন কোচ দরিভাল জুনিয়র। সেলেসাও শিবির আশায় ছিল নেইমারের পুরো ম্যাচ খেলার। যদিও গত ২১ অক্টোবর এএফসি চ্যাম্পিয়নস লিগে আল আইনের বিপক্ষে ৭৭ মিনিটে মাঠে নামেন আল হিলালের এ সুপারস্টার। ম্যাচে নেইমার গোল বা অ্যাসিস্ট না করলেও ৫-৪ গোলে জেতেন নেইমাররা।

আল হিলালের জার্সি পরের ম্যাচ খেলবে ৫ নভেম্বর। জাতীয় দল ঘোষণার আগে নেইমার আর খেলতে পারবেন না। তাই নেইমারের বিষয় নিয়ে ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট বসেছিল। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়– ২০২৫ সালের আগে নেইমার জাতীয় দলের হয়ে মাঠে ফিরবেন না। সবকিছু ঠিকঠাক থাকলে নেইমার আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের জার্সিতে মাঠে নামবেন আগামী বছরের মার্চে। ওই সময়ের মধ্যে আল হিলাল তারকা সেরা ফর্মে ফিরতে পারবেন। এমনটাই বিশ্বাস করছে ব্রাজিল ফুটবল।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, নেইমারের জাতীয় দলের ফেরার বিষয়টি ঠিক সেই সময়ে আলোচিত হচ্ছে, যে উরুগুয়ের বিপক্ষে গত বছরের অক্টোবরে এসিএল ইনজুরিতে পড়েন তিনি। আবার সেই দলটির বিপক্ষেই ব্রাজিল এবারের নভেম্বর উইন্ডোতে খেলবে। এ ছাড়া আল হিলালের এএফসি চ্যাম্পিয়নস লিগের আসন্ন ম্যাচগুলোও গুরুত্বপূর্ণ। সব বিষয়ই আলোচনা হয়েছে দলটির কোচিং স্টাফ ও নেইমারের স্টাফদের মাঝে। এর পরই উভয়পক্ষ তার জাতীয় দলে ফেরার নতুন সময়সীমা বেঁধে দেয়।

ব্রাজিল সর্বশেষ অক্টোবর উইন্ডোতে চিলি ও পেরুর বিপক্ষে বাছাইয়ের ম্যাচে জিতেছিল। যা তাদের স্বস্তি ফিরিয়েছে কিছুটা, এমনকি নেইমারকে দলে পাওয়ার ব্যাপারে যে আকাঙ্ক্ষা তীব্র হয়েছিল সেটিও কমে এসেছে। আল হিলাল রণকৌশল এটে যাচ্ছে সেলেসাও তারকাকে নিয়ে। জানুয়ারি নাগাদ তার ফিটনেস ও ফর্ম পুরোপুরি ফিরে পেলে এলে  সামনে তার শতভাগ সার্ভিস  পাওয়ার লক্ষ্য আল হিলালের। ওই সময় সৌদি প্রো লিগের খেলবেন নেইমার। আগামী জানুয়ারির আগে শুধু এএফসি চ্যাম্পিয়নস লিগ ও সৌদি কিংস কাপে খেলতে পারবেন।

এ বছর এএফসির টুর্নামেন্টে আরও তিনটি ম্যাচ খেলবে আল হিলাল। আগামী ৫ নভেম্বর এস্তেগলাল, ২৭ নভেম্বর আল সাদ ও ৪ ডিসেম্বর আল গারাফাকে মোকাবিলা করবে ক্লাবটি। অন্যদিকে, ব্রাজিল ১৫ নভেম্বর খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে। পরে ২০ নভেম্বর লড়াই করবে উরুগুয়ের বিরুদ্ধে। এই দুই ম্যাচে খেলছেন না দলের প্রাণভোমরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা