প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪ ১৮:৪৩ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪ ১৯:০৬ পিএম
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশের মেয়েরা। আজ কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শিরোপা ধরে রাখার লক্ষ্যে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় মাঠে নামবে বাংলার মেয়েরা। ফাইনালের একাদশে পরিবর্তন এসেছে একটি। ফিরেছেন ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র। তার জায়গায় বাদ পড়েছেন মোসাম্মৎ সাগরিকা।
স্বাগতিক নেপালকে সমর্থন দিতে গ্যালারিতে হাজির হয়েছেন স্থানীয় দর্শকরা। ফাইনাল শুরুর দেড় ঘণ্টা আগেই কাঠমান্ডুর ১৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার গ্যালারি প্রায় পরিপূর্ণ হয়ে গেছে। সাফে পাঁচবার ফাইনাল খেললেও শিরোপা ছুঁতে পারেনি নেপাল। সর্বশেষ ২০২২ সালের ফাইনালে বাংলাদেশের কাছে ৩-১ গোলে হেরে স্বপ্ন ভঙ্গ হয় স্বাগতিকদের।
বাংলাদেশের একাদশ : রুপনা চাকমা (গোলরক্ষক), মাসুরা পারভিন, শিউলি আজিম, আফঈদা খন্দকার, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা, সাবিনা খাতুন, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।
খেলা দেখা যাবে এই লিঙ্কে-
https://www.youtube.com/watch?v=YTLU9Bc_fNM