× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম টেস্ট

৪ উইকেটে ৩৮ রান করে দিন শেষ করল বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪ ১৬:৫০ পিএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪ ১৭:৪৪ পিএম

৪ উইকেটে ৩৮ রান করে দিন শেষ করল বাংলাদেশ

প্রথম ইনিংসে দারুণ ব্যাটিংয়ের পর বল হাতেও বাংলাদেশের ওপর ছড়ি ঘুরাচ্ছে দক্ষিণ আফ্রিকা। ৫৭৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। জবাবে ৯ ওভারে ৩৮ রানে বাংলাদেশের ৪ উইকেট তুলে নিয়েছে তারা।  ক্রিজে আছেন নাজমুল হোসেন শান্ত (৪*) ও মুমিনুল (৬*)। বাংলাদেশ এখনও পিছিয়ে ৫৩৭ রানে।      

আলোক স্বল্পতার কারণে আজ চট্টগ্রামে অন্তত ১৭ ওভার কম খেলা হয়েছে। সেই ঘাটতি কিছুটা পুষিয়ে নিতে আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু হবে ১৫ মিনিট আগে। অর্থাৎ, সকাল ৯টা ৪৫ মিনিটে।


চাপে বাংলাদেশ

টনি ডি জর্জি ও ভিয়ান মুল্ডারের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা সংগ্রহ করেছে ৬ উইকেটে ৫৭৭ রান। সফরকারীদের জবাবে ব্যাটিংয়ে নেমে ঘোর বিপদে বাংলাদেশ। দলীয় ৩২ রান তুলতেই ইতোমধ্যে ৪ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাইশ গজে আছেন নাজমুল হোসেন শান্ত (০) ও মোমিনুল হক (৪)।

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে প্রোটিয়াাদের রান পাহাড়ের জবাবে শুরুটা ম্যাড়মেড়ে হয় বাংলাদেশের। প্রথম ওভারেই কাগিসো রাবাদার বলে সাজঘরে ফিরেন ওপেনার সাদমান ইসলাম। রাবাদর লেংথ বল সাদমানের ব্যাট ছুঁয়ে জমা পড়ে কিপারের গ্লাভসে। শুরুতে অবশ্য প্রোটিয়াদের আবেদনে আম্পায়ার সাড়া দেননি। সফরকারীরা নিশ্চিত ছিল বল ব্যাট স্পর্শ করেছে। রিভিউ নিয়েই সাফল্য পেয়েছে তারা। 

সাদমানের পর দ্বিতীয় উইকেট পড়তেও সময় লাগেনি। এবারও আক্রমনের নায়ক রাবাদা। পঞ্চম ওভারে রাবাদার দ্বিতীয় শিকারে পরিণত হন জাকির হাসান। রাবাদার অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মারতে যান জাকির। বল ব্যাট ছুঁয়ে জমা পড়ে কিপারের গ্লাভসে। আম্পায়ার আঙুল তুললেও রিভিউ নেন জাকির। যদিও লাভ হয়নি তাতে।  জাকির বিদায় নেন ২ রানে। 

দুই উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্চ ছিল মাহমুদুল হাসান জয়ের। অথচ দলের স্কোরকার্ডে আর মাত্র ১১ রান যোগ করতেই জয় তো ফিরেনই, সঙ্গী করেন হাসান মাহমুদকে। দলীয় ৩২ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দল। 

সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৫৭৫/৬ ডিক্লে.
বাংলাদেশ ১ম ইনিংস: ৯ ওভারে ৩৮/৪

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা