প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪ ১৩:১৩ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪ ১৪:৩৫ পিএম
১৬ জনের দলে নেই অধিনায়ক জামাল ভূঁইয়া। সংগৃহীত ছবি
১৩ ও ১৬ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি সামনে রেখে প্রধান কোচ হাভিয়ের কাবরেরা ১৬ জনের আংশিক দল ঘোষণা করেছেন। এ দলে নেই অধিনায়ক জামাল ভূঁইয়া। ১৬ জন ফুটবলার ১ নভেম্বর ক্যাম্প শুরু করবেন।
ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলছে বসুন্ধরা কিংস। কিংসের ফুটবলাররা দেশে ফিরবেন ৩ নভেম্বর। তারা দেশে ফিরলে তখন আরও কয়েকজনের নাম প্রকাশ করবেন বাংলাদেশের স্প্যানিশ এ কোচ।
আজ সকালে জাতীয় দল ঘোষণা করা হয়। প্রকাশিত দলে আছেন মূলত কিংসের বাইরে থাকা অন্য দলের ফুটবলাররা। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবার প্রিমিয়ার লিগে কোনো দলে নেই। ব্রাদার্স ইউনিয়নে কয়েক দিন অনুশীলন করলেও রেজিস্ট্রেশন জটিলতা কাটেনি। কোচ দুই দিন আগে জামালের থাকার বিষয় ফিফটি-ফিফটি বলেছিলেন।
১৬ জনের আংশিক স্কোয়াড
গোলরক্ষক : মিতুল মারমা, সুজন হোসেইন
ডিফেন্ডার : মুরাদ হাসান, মেহেদি হাসান, শাকিল আহমেদ তপু, রহমত মিয়া, শকিল হোসেইন, ইসা ফয়সাল, তাজ উদ্দিন
মিডফিল্ডার : মোহাম্মদ হৃদয়, শাহ কাজেম কিরমানি, পাপন সিং, দিদারুল আলম
ফরোয়ার্ড : শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল আকাশ, মিরাজুল ইসলাম