× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেরে গেলেন দুই তারকা ফুটবলার সাব্বির ও মানিক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ২১:৩৯ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ২২:০১ পিএম

হেরে গেলেন দুই তারকা ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির (বাঁয়ে) ও শফিকুল ইসলাম মানিক। সংগৃহীত ছবি

হেরে গেলেন দুই তারকা ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির (বাঁয়ে) ও শফিকুল ইসলাম মানিক। সংগৃহীত ছবি

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে সহসভাপতির ৪ পদের বিপরীতে নির্বাচন করেছিলেন ৬ জন। এবারের নির্বাচনে সহ সভাপতি পদেই সবচেয়ে জোরালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। নাসের শাহেদ জাহেদী, সাব্বির আহমেদ আরেফ, ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম ও ওয়াহিদউদ্দীন চৌধুরীদের (হ্যাপি) মতো ব্যবসায়ী , রাজনীতিবিদ ও জেলার ফুটবল সংগঠকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছেন দেশের ফুটবলের দুই সাবেক তারকা- সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির ও শফিকুল ইসলাম মানিক।

আজকের নির্বাচনে ১৩৩ কাউন্সিলারের মধ্যে ভোট দিয়েছেন ১২৮ জন। সহসভাপতি পদে অবশ্য একটি ভোট বাতিল ঘোষণা করেছে বাফুফের নির্বাচন কমিশন। ১২৭ ভোটের মধ্যে নাসের শাহেদ জাহেদী পেয়েছেন ১১৫ ভোট, ওয়াহিদউদ্দীন চৌধুরী (হ্যাপি) পেয়েছেন ১০৮ ভোট, সাব্বির আহমেদ আরেফ পেয়েছেন ৯০ ভোট, ফাহাদ করিম পেয়েছেন ৮৭ ভোট, সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির ৬৬ ভোট আর শফিকুল ইসলাম মানিক পেয়েছেন ৪২ ভোট।

সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন নাসের শাহেদ জাহেদী, ওয়াহিদউদ্দীন চৌধুরী (হ্যাপি), সাব্বির আহমেদ আরেফ আর ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম। নির্বাচনে ১৫ সদস্য পদের ভোট গণনা এখনও চলছে। এই ১৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৭ জন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা