প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ২০:১৯ পিএম
জাতীয় দলের বাইরে এসে খেলা জাকিরের ব্যাট হাসেনি এনসিএলেও— পুরোনো ছবি
দলে আছেন, কিন্তু টাইগারদের চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়া বহরে ছিলেন না জাকির হাসান। কারণ তিনি সিলেটে জাতীয় ক্রিকেট লিগে সিলেটের হয়ে ম্যাচ খেলছেন। চারদিনের টেস্ট ম্যাচটিতে তিনি আবার অধিনায়ক। অথচ জাকির আছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের স্কোয়াডেও। বিসিবি জানিয়েছে, মূলত ফর্মে ফেরাতেই জাকিরকে এনসিএল খেলতে পাঠানো হয়েছে।
প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে সাত উইকেটের হেরেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামী ২৯ অক্টোবর চট্টগ্রামে। ম্যাচটি খেলতে আজ শনিবার সকালে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন নাজমুল হোসেন শান্তরা। দলে থাকা জাকির আছেন সিলেটে। চট্টগ্রামের বিপক্ষে এনসিএলে আজ ব্যাট করে ভালো স্কোর করতে পারেননি জাকের। ব্যাট হাতে করেছেন ১৩ রান। প্রথম ইনিংসে চট্টগ্রাম ১৯৮ রানে গুটিয়ে যাওয়ার পর ৫ উইকেট হারিয়ে ১১৪ রান তুলেছে সিলেট। প্রথম দিন শেষে জাকিরের দল পিছিয়ে আছে ৮৪ রানে।
তবে জাকির চট্টগ্রামে না থেকে কেন সিলেটে? এমন প্রশ্নের উত্তরে জানা গেছে, চট্টগ্রাম টেস্টের দলে জাকিরের জায়গা পাওয়ার সম্ভাবনা একদমই নেই। সেই কারণেই তিনি এনসিএলের ম্যাচে খেলছেন। কারণ ব্যাখা করতে জাতীয় দলের নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘দ্বিতীয় টেস্টের দলে জাকির আছেন। কিন্তু এনসিএল খেলুক, ওখানে যদি একটা ভালো স্কোর করতে পারেন। আস্থার জায়গাটা পুনরুদ্ধার করতে পারবেন।’
সিলেটের বিপক্ষে চট্টগ্রামের এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ঠিক চারদিনেই ম্যাচটি শেষ হলে চট্টগ্রামে গিয়ে বাংলাদেশ দলের হয়ে খেলার আর কোনো সুযোগ থাকবে না জাকিরের। অর্থাৎ জাকেরকে ছাড়াই প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দল সাজাতে হবে শান্তদের। বলা চলে, ওপেনিংয়ে সাদমান ও জয়ের ওপরই বিশ্বাস রাখছে টাইগার টিম ম্যানেজমেন্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজের দুটিতে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর লড়াই সাগরিকায় শুরু হবে ২৯ অক্টোবর।