এল ক্লাসিকো
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ১৭:৪২ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ১৮:১১ পিএম
মৌসুমে দুই প্রতিপক্ষ এবারই প্রথমবার মুখোমুখি হচ্ছে— ছবি : সংগৃহীত
কয়েক ঘণ্টা পর শুরু হচ্ছে এল ক্লাসিকো। লা লিগার ম্যাচটির আগে দুর্দান্ত ছন্দে আছে বার্সেলোনা। লিগের পর চ্যাম্পিয়ন্স লিগেও দাপট দেখাচ্ছে কাতালানের দলটি। তাইতো নতুন করে উন্মাদনা ছড়াচ্ছে রিয়াল মাদ্রিদ বনাম বার্সা লড়াই। রোনালদো-মেসি যুগের পর ফের জমে ওঠা ক্লাসিকো নিয়ে বার্সা ওয়ান্ডার কিড লামিনে ইয়ামালের মতে, জয়টা তাদেরই হবে। কিন্তু রিয়াল বস কার্লো আনচেলত্তি মনে করেন, বার্সাও ঘুম কেড়ে নিতে পারবে না।
মৌসুমের প্রথম এল ক্লাসিকো। ফুটবলের ধ্রুপদী এই লড়াইয়ের রোমাঞ্চ প্রথমবার গায়ে মাখতে মুখিয়ে কিলিয়ান এমবাপে। মাদ্রিদ কোচ আনচেলত্তির বিশ্বাস, প্রথম এল ক্লাসিকোয় নিজের সেরাটাই দেবেন ফরাসি ফরোয়ার্ড। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটা হবে আজ রাত ১টায়। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই ম্যাচই নির্ধারণ করে দিতে পারে লা লিগা শিরোপার সম্ভাব্য গতিপথ।
১০ ম্যাচে ৯ জয়ে শীর্ষে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ ৩ পয়েন্ট পিছিয়ে। রিয়াল জিতলে পয়েন্টে কাতালানদের ছুঁয়ে ফেলবে। হেরে গেলে বার্সা ৬ পয়েন্ট এগিয়ে যাবে। রিয়াল মাদ্রিদ অবশ্য লিগে এখনও হার দেখেনি। দলটির হয়ে এমবাপ্পেও ৯ ম্যাচে করেছেন ৬ গোল। তবে পারফরম্যান্সে মন ভরাতে পারেননি।
মৌসুমের এল ক্লাসিকো যখন দুয়ারে, তখন তাকে নিয়ে ভালো কিছুর আশা করছেন দলটির কোচ আনচেলত্তি, ‘আমরা ওকে নিয়ে সন্তুষ্ট। সে দলের জন্য গোল করছে, এটাই গুরুত্বপূর্ণ। সেরা ফর্মের খোঁজেই সে আছে। অবশ্যই সে ভালো করবে। কারণ, ভালো করার সব গুণ তার মধ্যে আছে।’
ক্লাসিকোর আগে দুই দলই চ্যাম্পিয়ন্স লিগে আলো ছড়িয়েছে। ২ গোলে পিছিয়ে পড়েও বরুশিয়া ডর্টমুন্ডকে ৫-২ গোলে হারিয়েছে মাদ্রিদ। বার্সা তো নয় বছর পেয়েছে প্রতিশোধের জয়, বায়ার্ন মিউনিখকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে তারা। আনচেলত্তি তাই ভীষণ সতর্ক, ‘ওরা ভীষণ ভালো করছে। ক্লাসিকোর মতো ডার্বিতে ফেভারিট বেছে নেওয়া কঠিন। তবে ভাগ্যক্রমে কেউ কিন্তু আমার ঘুম কেড়ে নিতে পারেনি।’