প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ১৭:০৯ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ১৮:১৪ পিএম
আবু নাঈম সোহাগ (বা থেকে দ্বিতীয়)। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হবে শনিবার সন্ধ্যা ৬টায়। তবে ভোটগ্রহণ অনুষ্ঠান হোটেল ইন্টার কন্টিনেন্টালে দেখা গেছে ফিফা থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ আবু নাঈম সোহাগকে।
ফুটবলীয় সমস্ত কার্যক্রমে নিষিদ্ধ ও বিতর্কিত এই সোহাগ গতরাতেও হোটেলে গিয়ে গিয়ে সদস্য প্রার্থী ও নিজের স্ত্রীর জন্য ভোট চেয়েছেন তিনি। তা নিয়ে সমালোচনা কম হয়নি। সেসব উপক্ষা করেই শনিবার ইন্টার কন্টিনেন্টালে ফের নির্বাচনী অনুষ্ঠানে এসেছেন তিনি। এ নিয়ে যোগাযোগ করা হলে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন বলেছেন, ‘এ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। তাই এটা নিয়ে নির্বাচন কমিশন থেকে কিছু বলার নেই।’
মেজবাহ আরও বলেন, ‘ফুটবলীয় কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না তিনি (সোহাগ)। আমি তাকে (নির্বাচনী মঞ্চে) দেখিনি। কেউ অফিসিয়াল আমাকে এ ব্যাপারে অভিযোগ করেননি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। ’
এবারের নির্বাচনে নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন সোহাগের স্ত্রী রেজোয়ানা।