× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘরের মাঠে ৩ বছর পর সিরিজ জিতল পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ১৪:১০ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ১৪:১১ পিএম

ঘরের মাঠে ৩ বছর পর সিরিজ জিতল পাকিস্তান

মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট হেরে গিয়েছিল পাকিস্তান। এতে আরেকটি সিরিজ হারের মুখে পড়েছিল স্বাগতিকরা। তবে স্পিনবান্ধব উইকেট বানিয়ে ইংলিশদের পরের দুই টেস্টে হারিয়ে ঘরের মাঠে ৩ বছর পর টেস্ট সিরিজ জিতল শান মাসুদের দল। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে ৯ বছর পর টেস্ট সিরিজ জিতল ম্যান ইন গ্রিনরা। 

রাওয়ালপিন্ডিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ২৭৬ রানের জবাবে পাকিস্তান করে ৩৪৪ রান। ৭৭ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে মাত্র ১১২ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। ৩৬ রানের সহজ লক্ষ্য শান মাসুদের দল ৯ উইকেট হাতে রেখে পেরিয়ে যায়। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান সৌদ শাকিল ম্যাচ সেরা ও সিরিজ সেরা হয়েছেন অফস্পিনার সাজিদ খান। 

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে স্পিন-বান্ধব উইকেটের আভাস পেয়ে ইংল্যান্ডও স্পিনার বাড়িয়ে একাদশ সাজিয়েছিল। তবে এক্ষেত্রে পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলির দাপট ছিল ঐতিহাসিক। দুই টেস্টে তারা দুজন মিলে নিয়েছেন ৩৯ ‍উইকেট। ফলে আরও একটি কীর্তি গড়েছে স্বাগতিকরা। তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হেরেও এ নিয়ে দ্বিতীয়বার সিরিজ জিতল পাকিস্তান। ১৯৯৫ সালে তারা প্রথমবার জিম্বাবুয়ের বিপক্ষে পিছিয়ে থেকেও সিরিজ জিতে।

এ ছাড়া ১০১৫ সালের পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের রেকর্ড ছিল না বাবর-রিজওয়ানদের। সেটি এলো আজ। ঘরের মাঠেও ২০২১ সালের পর আরেকটি টেস্ট সিরিজ জিততে পাকিস্তানকে তিন বছর অপেক্ষা করতে হয়েছে। এর মাঝে ৪টি সিরিজ খেলেছিল তারা, ইংলিশদের আগের সিরিজে বাংলাদেশের কাছে হেরেছিল ২-০ ব্যবধানে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা