মেজর লিগ সকার
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ১২:৩৭ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ১৩:৫৬ পিএম
সর্বশেষ দুই ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের পর ইন্টার মিয়ামির হয়ে এ হ্যাটট্রিক করেন তিনি। তবে মেজর লিগ সকারের প্লে অফের ম্যাচে জালের দেখা পাননি আর্জেন্টাইন মহাতারকা। অধিনায়ক গোল না পেলেও জিতেছে তার দল।
আজ শনিবার (২৬ অক্টোবর) ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে এমএলএসের প্রথম প্লে-অফের প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। দলটির হয়ে গোল করেছেন লুইস সুয়ারেজ ও জর্দি আলবা। এ জয়ে তিন ম্যাচের প্লে-অফ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ফ্লোরিডার ক্লাবটি।
ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় মিয়ামি। ২ মিনিটের মাথায় প্রতিপক্ষের ভুলে বল পেয়ে বক্সের ভেতর থেকে গোল করেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। কিছুক্ষণ পরই ব্যবধান দিগুণ হতে পারত মিয়ামির। সপ্তম মিনিটে বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত শট আটলান্টা গোলরক্ষক ব্রাড গুজান ঠেকিয়ে দেন।
এরপর ম্যাচে খুব একটা আধিপত্য না থাকলেও প্রথমার্ধেই গোল শোধ করে আটলান্টা। ৩৯তম মিনিটে সাবা লোবজাহানজি গোল করে বিরতির আগেই স্বস্তি ফেরান। তবে বিরতির পর সে স্বস্তি নিয়ে থাকতে পারেননি সফরকারীরা। মেসির সহায়তায় মিয়ামিকে জয়সূচক গোল এনে দেন তার সাবেক বার্সা সতীর্থ আলাবা।
৬০তম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে গড়া আক্রমণে মেসি পাস বাড়ান আলবার উদ্দেশ্যে। বল পেয়ে বক্সের বাইরে থেকে অনেকটা মেসি-স্টাইলেই শট নিয়ে বল জালে জড়ান আলবা। এরপর ম্যাচের বাকি সময়ে আর গোল পায়নি কোনো দলই। তাতে জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়েন স্বাগতিকরা।