প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ১১:২৫ এএম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে ২৯ অক্টোবর। চট্টগ্রাম টেস্টের তিন দিন আগে আজ শনিবার ঢাকা ছাড়বে নাজমুল হোসেন শান্তদের দল। পরশু থেকে শুরু হওয়া সিরিজ নির্ধারণী টেস্টে একটি পরিবর্তন রেখেছে বিসিবি। পেসার তাসকিন আহমেদের বদলে জায়গা হয়েছে মিরপুর টেস্টে বাইরে থাকা খালেদ আহমেদের।
গত বৃহস্পতিবার রাতে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করে বিসিবি। প্রায় অপরিবর্তিত দলটাই যাচ্ছে চট্টগ্রাম। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচটির স্কোয়াডে পরিবর্তন কেবল ওই একটিই। তাসকিনকে মূলত বিশ্রাম দেওয়া হয়েছে। সামনে বাংলাদেশের টানা ম্যাচ। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের পর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর। সব মিলিয়ে ঠাসা সূচির আগে তাসকিনকে পুরোপুরি ফিট চায় বিসিবি।
দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ হেরেছে সাত উইকেটে। সিরিজে পিছিয়ে আছে ১-০ ব্যবধানে। প্রোটিয়াদের বিপক্ষে শেষ ম্যাচটি তাই শান্তদের জন্য সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ।