ইমার্জিং এশিয়া কাপ থেকে বিপিএল
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ০৩:১১ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ১০:৫২ এএম
সেদিকউল্লাহ আতাল
ঘরোয়া ক্রিকেট আর আফগান ‘এ’ দল হয়ে টি-টোয়েন্টিতে সবশেষ পাঁচ ম্যাচে টানা পাঁচ হাফসেঞ্চুরি। ৮৩, ৫২, ৯৫*, ৮৩, ৭৫* -স্বীকৃত ক্রিকেটে চমৎকার পাঁচটি ইনিংস উপহার দিয়েছেন সেদিকউল্লাহ আতাল। অপরাজিত ৯৫ রান করেন বাংলাদেশ ‘এ’ দলের বিরুদ্ধে। তার এ ইনিংসই আফগানিস্তান ‘এ’ দলকে এনে দেয় ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালের টিকিট।
এমন পারফরম্যান্সের পর আতালের জাতীয় দলে জায়গা করে নেওয়াটা ছিল সময়ের ব্যাপার মাত্র। আফগানিস্তান ক্রিকেট বোর্ডও (এসিবি) আতালকে আর অপেক্ষায় রাখেনি। ২৩ বছরের এ উদ্বোধনী ব্যাটারকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডেকেছে এসিবি। সেমিফাইনালে ভারতকে হারানোর ম্যাচে খেলেন ৮৩ রানের দারুণ এক ইনিংস। সে সুবাদেই আফগানিস্তানকে পৌঁছে দিয়েছে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে।
আফগানিস্তানের তরুণ ওপেনার সেদিকউল্লাহ আতাল আন্তর্জাতিক ক্রিকেটে এখনও বলার মতো তেমন কিছু করতে না পারলেও আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন। ১ ওভারে ৭ ছক্কা হাঁকিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন তিনি। সেই আতালকে এবার দলে টেনেছে রংপুর রাইডার্স।
বিপিএলের একাদশ আসর মাঠে গড়াবে ২৭ ডিসেম্বর। ইতোমধ্যে টি-টোয়েন্টি টুর্নামেন্টটির সাত ফ্র্যাঞ্চাইজি প্লেয়ার্স ড্রাফট থেকে পছন্দমতো দল গড়েছে। তবে এখনও সরাসরি চুক্তিতে দলের শক্তি বাড়ানোর সুযোগ রয়েছে। সে সুযোগেরই সদ্ব্যবহার করেছে রংপুর রাইডার্স।
আফগান তরুণ ক্রিকেটার সেদিকউল্লাহ আতালকে দলে ভিড়িয়ে ফ্র্যাঞ্চাইজিটির কর্তৃপক্ষ সমাজমাধ্যমে লিখেছে, ‘রংপুর রাইডার্স পরিবারে স্বাগত! সামনে অপেক্ষা করছে রোমাঞ্চকর এক মৌসুম!’
কিছুদিন আগে মিকি আর্থারকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রংপুর। সঙ্গে দেশিবিদেশি বেশ কিছু তারকাকেও দলে অন্তর্ভুক্ত করেছে রংপুর।
রংপুর রাইডার্স দল : নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান, আকিফ জাভেদ ও কার্টিস ক্যাম্ফার।