× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাওয়ালপিন্ডি টেস্ট

সাজিদ-নোমানের দিনেও পিছিয়ে পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ২৩:৫৭ পিএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪ ১১:২৯ এএম

সাজিদ খান ঘূর্ণি ম্যাজিক চলছেই

সাজিদ খান ঘূর্ণি ম্যাজিক চলছেই

দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের ২০ উইকেট ভাগাভাগি করে পাকিস্তানকে জয় উপহার দিয়েছিলেন সাজিদ খান ও নোমান আলী। রাওয়ালপিন্ডিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের ১০ উইকেটের ৯টি নিয়ে নিয়েছেন এ দুই স্পিনার।

দুজনের স্পিন জাদুতে ইংল্যান্ড গুটিয়ে গেছে ২৬৭ রানে। অতিথিদের বাকি উইকেটটিও গেছে একজন স্পিনারের পকেটে- তিনি জাহিদ মেহমুদ। জবাবে ব্যাট করতে নেমে অস্বস্তিতে পড়ে গেছে স্বাগতিকরা। ৩ উইকেটে ৭৩ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে পাকিস্তান।

আজ ম্যাচ শুরুই হয়েছে সাজিদ ও নোমানের স্পিন বোলিংয়ে। দুই স্পিনার ম্যাচের শুরুর দুই ওভার করেছেন, লাল বলের ক্রিকেটে এমনটা চতুর্থবার হলো। আর পাকিস্তানের মাঠে এমনটা দেখা গেল এবারই প্রথম।

ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে টানা ৮৯.৫ ওভার বোলিং করেছেন সাজিদ ও নোমান। মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের শেষ ১৪.২ ওভার বোলিং করেছেন এই দুজন। পরে দ্বিতীয় ইনিংসে টানা ৩৩.৩ ওভার বোলিং করেন সাজিদ ও নোমান। সেই ইনিংসে পাকিস্তানের অন্য কোনো বোলার বল হাতে নেননি। রাওয়ালপিন্ডিতে আজ এই জুটি টানা বোলিং করেন ৪২ ওভার।

আজও ইংলিশ টপ অর্ডারকে তাসের ঘরের মতো দিয়েছেন সাজিদ ও নোমান। দলীয় ১১০ রানেই সফরকারীরা হারায় ৬ উইকেট। বাজবল যুগে শুরুতে ব্যাটিংয়ে নেমে এবারই প্রথম ১০০ রানের নিচে ৫ উইকেট হারিয়েছে বেন স্টোকসরা। পরে ১০৭ রানের জুটি গড়েন জেমস স্মিথ (৮৯) ও গাস অ্যাটকিনসন (৩৯)।

সাজিদ খান শিকার করেন ৬ উইকেট। নোমান পান তিন উইকেট। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা