চট্টগ্রাম টেস্ট
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ২২:৫৮ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ২২:৫৮ পিএম
তাসকিন আহমেদ ও খালেদ আহমেদ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের দলে একটি পরিবর্তন এসেছে। তারকা পেসার তাসকিন আহমেদের বদলে দলে অন্তর্ভুক্ত হয়েছেন খালেদ আহমেদ। আজ বৃহস্পতিবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দ্বিতীয় টেস্ট খেলতে ২৬ অক্টোবর ক্রিকেটারদের চট্টগ্রামে পা রাখার কথা। এক পরিবর্তন ছাড়া প্রথম টেস্টের স্কোয়াডে আর কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৯ অক্টোবর। ঢাকা টেস্ট হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।