প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ২২:১৫ পিএম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর টেস্টে জয়-পরাজয় পাশে সরিয়ে রাখলেও বিশেষ কারণে স্মরণীয় হয়ে থাকবে। কারণ এই মাঠে দুই দলের তিন তারকা ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করেছেন।
মিরপুর টেস্টে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। সাকিব আল হাসানের পর দেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তাইজুল ইসলাম। প্রোটিয়া পেসার কাগিগো রাবাদা টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট শিকার করেন। তাদের এই কীর্তিতে বিশেষ সম্মাননা জানিয়েছে বিসিবি।
বৃহস্পতিবার ম্যাচ শেষে তাদের হাতে বিশেষ স্মারক তুলে দিয়েছে বিসিবি। মুশফিকের হাতে ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিবির নারী ক্রিকেট শাখার প্রধান হাবিবুল বাশার সুমন। তাইজুলের হাতে স্বীকৃতির ক্রেস্ট তুলে দেন জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার এবং বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক। আর প্রোটিয়া পেসার কাগিগো রাবাদার হাতে স্মারক তুলে দেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।