× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়াশিংটনে সুন্দর ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ২০:৪৬ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ২০:৫১ পিএম

ওয়াশিংটনে সুন্দর ভারত

দলের ভাবনায়ই ছিলেন না। থাকবেন কী করে, ওয়াশিংটন সুন্দর যে সবশেষ টেস্ট খেলেছেন বছর তিনেক আগে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট হারতেই টনক নড়ে বিসিসিআইয়ের। দ্বিতীয় টেস্টে ওয়াশিংটনকে ভেড়ানো হয় দলে। সুযোগ পেয়েই বাজিমাত। সাত উইকেট তুলে সফরকারী কিউদের প্রথম ইনিংসে থামালেন ২৫৯ রানে। বৃহস্পতিবার পুনেতে দিন শেষে ভারত ১৬/১।

কুলদীপ যাদবের পরিবর্তে দলে জায়গা পান ওয়াশিংটন। এ নিয়ে সমালোচনা ঊর্ধ্বে ওঠে। সুনীল গাভাস্কার কটাক্ষ করে বলেছিলেন আতঙ্কিত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতের টিম ম্যানেজমেন্ট। বোলিং নয়, ব্যাটিংয়ের কারণেই সুন্দরকে টেস্টে ফেরানো হয়েছে বলে দাবি সাবেক অধিনায়কের। গাভাস্কারের ভুল প্রমাণ করেছেন ওয়াশিংটন। এই অফ স্পিনার কিউইদের প্রথম ইনিংসেই নিলেন ৭ উইকেট। বাকি তিনটি উইকেট রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে। টেস্ট ইতিহাসে এই প্রথম ম্যাচের প্রথম ইনিংসে অফ স্পিনাররা ১০ উইকেট পেলেন। সব ধরনের স্পিনার মিলিয়ে ম্যাচের প্রথম ইনিংসে ১০ উইকেট নেওয়ার এটি ২৫তম ঘটনা। কিছু সময় পরই অবশ্য রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের তিন স্পিনার সাজিদ খান, নোমান আলী ও জাহিদ মেহমুদ সংখ্যাটাকে ২৬ বানিয়েছেন।

এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম লাথাম। তার সিদ্ধান্তে ভুল ছিল না। কারণ ভারতের পিচে চতুর্থ ইনিংসে ব্যাট করা সহজ নয়। তা-ও আবার বিপক্ষে যদি অশ্বিনের মতো স্পিনার থাকে। কিন্তু পরীক্ষার আগে অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব পড়ে আসা কিউইদের সামনে কঠিন প্রশ্ন হয়ে দাঁড়ান ওয়াশিংটন। যার উত্তর খুঁজে পেলেন না টম লাথামরা। কিউই শিবিরে পাঁচজন বাঁহাতি ব্যাটার। দুই ওপেনার লাথাম এবং ডেভন কনওয়েকে আউট করেন অশ্বিন। বাকি তিন বাঁহাতি ব্যাটার হলেন রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার ও প্যাটাল। তাদের তিনজনের উইকেট তোলেন ওয়াশিংটন। তার নেওয়া সাতটি উইকেটের মধ্যে পাঁচটি বোল্ড, একটি এলবিডব্লিউ এবং একটি ক্যাচ। অর্থাৎ ওয়াশিংটনের বলের লাইন বুঝতে অসুবিধা হচ্ছিল নিউজিল্যান্ডের ব্যাটারদের। সে কারণেই বেশিরভাগ বোল্ড হলেন এবং একজন এলবিডব্লিউ।

দিন শেষে ওয়াশিংটনকে জিজ্ঞেস করা হয় কার উইকেট নিয়ে সবচেয়ে ভালো লেগেছিল তার। নিজে সেভাবে বেছে নেননি। তবে ধারাভাষ্যকার যখন রাচিন রবীন্দ্র এবং টম ব্লান্ডেলের উইকেটের মধ্যে একটি বেছে নিতে বলেন, তখন রাচিনের উইকেটের কথাই বলেন ওয়াশিংটন। ১০৫ বলে ৬৫ রান করা রাচিনকে আউট করতে বেগ পেতে হচ্ছিল। তিনি খুব সহজভাবেই সামলাচ্ছিলেন ভারতের স্পিন আক্রমণ। বেঙ্গালুরুর পর পুনেতেও শতরানের পথে এগোচ্ছিলেন তিনি। সেসময় ওয়াশিংটনের বল রাচিনের ব্যাটের কানঘেঁষে গিয়ে স্টাম্পে লাগে। বলের লাইন বুঝতে পারেননি রাচিন। একবার ভুল করলেন, তাতেই উইকেট তুলে নিলেন ওয়াশিংটন।

 

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড প্রথম ইনিংস : ৭৯.১ ওভারে ২৫৯ (কনওয়ে ৭৬, রবীন্দ্র ৬৫, স্যান্টনার ৩৩; সুন্দর ৭/৫৯, অশ্বিন ৩/৬৪)।

ভারত প্রথম ইনিংস : ১১ ওভারে ১৬/১ (গিল ১০*; সাউদি ১/৪)।

(প্রথম দিন শেষে)

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা