সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৪
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ২০:০৯ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ২০:৪৪ পিএম
সেমিফাইনালে উঠে নির্ভার বাংলাদেশ। ছবি : বাফুফে
ভারতকে হারিয়ে গ্রুপ সেরা হয়েই সাফের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। তবে শেষ চারে তাদের প্রতিপক্ষ কে সেটা ছিল জানার অপেক্ষা। বৃহস্পতিবার গ্রুপ পর্বের সবগুলো ম্যাচের পরই জানা গেল ভুটানকে পাচ্ছে পিটার জেমস বাটলারের দল।
‘বি’ গ্রুপের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। যেখানে মালদ্বীপকে ১৩ গোলের ব্যবধানে হারিয়েও গ্রুপ সেরা হতে পারেনি ভুটান। কেননা পরের ম্যাচে শ্রীলঙ্কাকে ৬-০ গোলে হারিয়ে গোলগড়ে এগিয়ে যায় স্বাগতিক নেপাল। তাতে গ্রুপ সেরা হয় দলটি। যে কারণে সেমিতে নেপাল খেলবে ভারতের বিপক্ষে।
আর ‘এ’ গ্রুপের সেরা বাংলাদেশ পেয়েছে ভুটানকে। সেমিফাইনালের দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে আগামী ২৭ অক্টোবর।