প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ২০:০২ পিএম
সাবিনা খাতুন ও মাসুরা পারভীন। ছবি: সাবিনার ফেসবুক ওয়াল থেকে নেওয়া
পাকিস্তানের বিপক্ষে শেষ মুহূর্তে গোলে ড্র, এরপর ভারতকে ৩-১ ব্যবধানে হারিয়ে নারী সাফের শেষ চারে উঠে গেছে বাংলাদেশ। আগামী ২৭ অক্টোবর যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। তবে বাইরের কিছু বিতর্কে স্বস্তিতে নেই সাবিনা খাতুন, মারিয়া মান্ডা, তহুরাদের ড্রেসিংরুম। কথা উঠেছে- সিনিয়রদের সঙ্গে দূরত্ব বেড়েছে জুনিয়রদের। ভারত ম্যাচের পর বৃহস্পতিবার এ নিয়ে কথা বলেছেন অধিনায়ক সাবিনা। অভিজ্ঞ এই ফরোয়ার্ড যেমন সমালোচনাকে ইতিবাচক হিসেবে নিচ্ছেন, তেমনি জুনিয়রদের তারা কতটা আদর ও ভালবাসায় রাখেন জানিয়েছেন সে কথাও।
বিতর্ক শুরু পাকিস্তানের বিপক্ষে একাদশ নিয়ে। ওই ম্যাচের শুরুর একাদশে কোচ পিটার জেমস বাটলার রাখেননি অভিজ্ঞ মিডফিল্ডার মারিয়া ও সানজিদা আক্তারকে। ছিলেন না আরেক সাফজয়ী ডিফেন্ডার মাসুরা পারভীনও। নিজেদের উদ্বোধনী ম্যাচের ফলাফলটাও পক্ষে পায়নি বাংলাদেশ। ম্যাচের পরের দিন এ নিয়ে বোমা ফাটিয়েছেন মনিকা চাকমা। টুর্নামেন্ট চলাকালীন সানজিদার মত তারকা ফুটবলারের সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার এবং কোচ নিয়ে কয়েকজন খেলোয়াড়ের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া ঘিরে বিতর্ক আরও বাড়ে। অনেকে প্রশ্ন তোলেন সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের সম্পর্ক নিয়ে। তবে সাবিনা জানিয়েছেন ভিন্ন কথা, ‘কি বলব এটা আসলে মিডিয়া থেকে আসছে, এটা হওয়া উচিত ছিল না। সিনিয়র-জুনিয়র যে সিন্ডিকেট কথা উঠছে… যে তারা (সিনিয়র) জুনিয়রদের চাপে রাখে। দেখেন কখনও যদি ছুটি হয়, দেখা গেলো সিনিয়ররা বাসায় গেছে, জুনিয়রদের ক্যাম্প চলতেছে, সিনিয়ররা চেষ্টা করে বাসা থেকে খাবার নিয়ে আসার, ভালো রেস্টুরেন্টে গেলে জুনিয়রদের সঙ্গে নেওয়ার চেষ্টা করে। এটাকে যদি আপনারা সিন্ডিকেট ভাবেন তাহলে কিছু করার নেই। সত্যি কথা হল, তারা আমাদের কাছে খুব আদরে থাকে। টুর্নামেন্ট শেষ হলে তাদের সঙ্গে চাইলে আপনারা কথা বলে নিতে পারেন।’
জুনিয়রদের আগলে রাখার বিষয়টি উঠে আসে এদিন সাবিনার কথাতেও, ‘ওরা ছোট সমালোচনা হয়ত ওরা নিতে পারবে না। ওরা স্যাড হয়। আমার মনে হয় কন্ট্রোভার্সারি যেটা হয় সেটা যেন ইতিবাচক হয়, যাতে আমাদের খেলায় উন্নতি হয়।’
এদিকে নিজেদের নিয়ে সমালোচনাকে ইতিবাচক হিসেবে নিচ্ছেন সাবিনা। ভারতের বিপক্ষে জয়টাও নিজেদের জেদের কারণে এসেছে বলে ইঙ্গিত অধিনায়কের, ‘সমালোচনা থাকবেই। সমালোচনা কিংবা তর্ক-বিতর্ক আসলেই চ্যালেঞ্জ নেওয়া যায় এবং ভালো করা যায়। এটাকে আমি ইতিবাচক হিসেবে নেই। কোথাও আমাদের ঘাটতি আছে বলেই হয়ত কথা উঠে, ওই জায়গায় আমাদের হয়ত আরো ভালো করা যায় বলেই হয়ত চ্যালেঞ্জ নেওয়া যায়, সেকারণেই বোধহয় মেয়েরা ভালো করেছে।’
আগামী ২৭ অক্টোবর সেমিফাইনালে বাংলাদেশ পেয়েছে ‘বি’ গ্রুপের রানার্সআপ ভুটানকে। বৃহস্পতিবার তারা মালদ্বীপকে ১৩-০ গোলে উড়িয়ে দিলেও, পরের ম্যাচে শ্রীলঙাকাকে ৬-০ ব্যবধানে হারিয়ে গ্রুপসেরা হয়েছে নেপাল। যে কারণে স্বাগতিকরা পাচ্ছে ‘এ’ গ্রুপের রানার্সআপ ভারতকে। সেমিফাইনালে প্রতিপক্ষ নিয়ে সাবিনার ভাষ্য, ‘প্রতিপক্ষ আসলে কেউ ছোট না। প্রত্যেকটা দলই কঠিন। আমরা চাই ভালো ফুটবল খেলতে, মনোযোগ সেখানেই।’