প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ১৯:৪৯ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ১৯:৫৩ পিএম
বাংলাদেশের কোচ পিটার বাটলার
পাকিস্তানের বিরুদ্ধে জয় দেখতে মুখিয়ে ছিলেন ফুটবল অনুরাগীরা। কিন্তু সবাইকে রাজ্যের হতাশায় ডুবিয়ে সেই ম্যাচ ড্র করে বাংলাদেশের মেয়েরা। নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে সাবিনা খাতুনরা হোঁচট খেতেই বেড়িয়ে আসে থলের বিড়াল। ফুটবলার মনিকা চাকমা কাঠমান্ডুতে বাংলাদেশি সাংবাদিকদের কাছে অভিযোগের সুরে বলেন, সিনিয়রদের বাদ দিয়ে জুনিয়র খেলোয়াড়দের বেশি গুরুত্ব দিচ্ছেন কোচ। এতে ফুটবলাঙ্গনে শুরু হয়ে যায় আলোচনা-সমালোচনা। সেই ডামাডোলের মাঝেই নারী দলের ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলার নিজের পক্ষে সাফাই গান। খেলোয়াড়দের রাজনীতি করার অভিযোগ তুলে গণমাধ্যমে শিষ্যদের শাস্তি দাবী করে বসেন কোচ।
কোচের পর সাক্ষাৎকার দেন দলের আরেক সিনিয়র খেলোয়াড় সানজিদা আক্তারও। কোচের প্রতি নানা অভিযোগ তোলেন তিনি। ফলে কাঠমান্ডুতে খেলা ছাপিয়ে বড় ইস্যু হয়ে উঠেছিল কোচ-খেলোয়াড় দ্বন্দ্ব। তবে দলের খেলোয়াড়দের মধ্যে সিনিয়র-জুনিয়র বিভেদ আর ফুটবলার-কোচ দ্বন্দ্ব এখন অনেকটাই দূর হয়েছে। দেশের ফুটবল আকাশে জমে থাকা মেঘ কেটে গেছে। সবশেষ ম্যাচের ফলই বলে দিচ্ছে সেটা। ভারতকে ৩-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশের মেয়েরা। ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শেষ চারে উঠেছে। ফাইনালে উঠার লড়াইয়ে ২৭ অক্টোবর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও উঠেছিল সিনিয়র-জুনিয়র খেলোয়াড়দের মধ্যে বিভেদের ব্যাপারটি। বাংলাদেশের কোচ পিটার বাটলার বিষয়টি দক্ষতা হাতে সামলে নিয়েছেন, ‘আমি জানি তাদের কাছ থেকে কিভাবে সেরাটা নিগড়ে নিতে হয়। নাস্তার টেবিলে সিনিয়র ও জুনিয়র সবাইকে আলাদা ভেবে সম্বোধন করেছি।’
পিটার বাটলার খেলোয়াড়দের মধ্যে ঐক্য ফেরাতে দিয়েছিলেন মন্ত্র। শিষ্যদের প্রতি তার দেওয়া বার্তা কাজে দিয়েছে। এ নিয়ে কোচ বলেন, ‘আমি একজন সাধারণ কোচ। এই জয় ও ফলাফলের অবদান খেলোয়াড়দের। রাতে ওদের বলেছিলাম, মাঠে যাও এবং নিজেদের মেলে ধরো। আক্রমণাত্মক ফুটবল খেলো। আসলে যেটা ওদের বলতে চেয়েছি সেটা হলো, দলের মধ্যে ঐক্য দরকার। ওই ঐক্যটা ধরেই মাঠে খেলে আসো।’ কোচ ঐক্যের কথা বললেও এ নিয়ে ফুটবলারদের মনোভাবটা অবশ্য এখনো জানা যায়নি।
পাকিস্তানের বিরুদ্ধে মাঠে ছিলেন না দুই সিনিয়র ফুটবলার মাসুরা পারভীন ও মারিয়া মান্ডা। বাংলাদেশ হয় জয় বঞ্চিত। অথচ এই পাকিস্তানই সাত গোলের থ্রিলার ম্যাচে ৫-২ গোলে উড়ে গিয়েছিল চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে। কৌশল বদলে ভারতের বিপক্ষে মাসুরা-মারিয়া একাদশে ফেরান কোচ। তারা মাঠে নামতেই দলের পারফরম্যান্স পাল্টে যায়। তাতেই বাংলাদেশ করেছে বাজিমাত। পাকিস্তানকে ধসিয়ে দেওয়া ভারতীয় কন্যাদের ধরাশায়ী করেছে বড় ব্যবধানেই। মাসুরা-মারিয়া কে নিয়ে বাটলার বলেন, ‘আমরা মারিয়াকে যেভাবে জানি, সে সেভাবে খেলেছে এবং মাসুরাও। দীর্ঘদিন পর মাসুরা এমন খেলেছে, যেভাবে আমরা তাকে চিনতাম।’