প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ১৭:৫৬ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ১৮:৫২ পিএম
বায়ার্ন জুজু কাটানোর একটা মিশন তো ছিলই। সঙ্গে আড় মোড় ভেঙে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে নেমেছিলেন কাতালুনিয়ারা। সে যাত্রায় শতভাগ সফল হ্যান্সি ফ্লিকের দল। প্রায় নয় বছর পর জার্মান জায়ান্টদের ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। ইস্তাদিও অলিম্পিকে এই ম্যাচে বাভারিয়ানদের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। হ্যাটট্রিকের সুবাদে ক্রিস্টিয়ানো রোনালদো ও সার্জিও আগুয়েরোর ক্লাবে নাম লিখিয়েছেন তিনি।
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে মাত্র চতুর্থ ফুটবলার হিসেবে বায়ার্নের বিপক্ষে হ্যাটট্রিক করলেন রাফিনহা। ব্রাজিলিয়ান স্ট্রাইকারের আগে এই কীর্তি গড়েছেন তিনজন—রয় মাকায়ে, ক্রিস্টিয়ানো রোনালদো ও সার্জিও আগুয়েরো। ২০০২ সালে স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো দে লা করুনার হয়ে প্রথমবারের মতো এই কীর্তি গড়েন মাকায়ে। এক বছর পরই এই ডাচ ফুটবলারকে কিনে নেয় বায়ার্ন মিউনিখ। ২০১৪ সালে আর্জেন্টাইন ফরোয়ার্ড আগুয়েরো বায়ার্নের বিপক্ষে হ্যাটট্রিক করেন। সবশেষ ২০১৭ সালে রিয়াল মাদ্রিদের হয়ে কীর্তিটি গড়েন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। আর গতকাল এ ক্লাবে নাম লেখান রাফিনহা।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ গোলের পাশাপাশি ৬টি গোলে সহায়তা করেছেন রাফিনহা। এদিন ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, ‘এই পুরস্কার আমি আমার সন্তানকে দেব। তার জন্য এটা হবে আরেকটি ট্রফি; যদিও ম্যাচের বল তার বেশি পছন্দ। কিন্তু এই ট্রফিটি বুঝিয়ে দেয়, চ্যাম্পিয়নস লিগে আমি কী করতে পারি। (বার্সায়) সই করার পর থেকেই এমন রাতের স্বপ্ন দেখেছি—গোল করব এবং এই ম্যাচগুলো খেলে পার্থক্য গড়ে দেব।’