প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ১৭:৫৩ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ১৮:৫৭ পিএম
রাফিনহার কাঁধে বিশেষ জার্সি, হাতে ম্যাচসেরার পুরস্কার আর হ্যাটট্রিকের স্মৃতিমাখা বল
প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ মানেই বার্সেলোনার জন্য দুঃস্বপ্নের আরেক নাম! চ্যাম্পিয়নস লিগের দিকে তাকালে ব্যাপারটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। কেননা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাকার এ টুর্নামেন্টে বাভারিয়ানদের কাছে সর্বশেষ টানা ছয় ম্যাচেই হার মেনেছে কাতালানরা। ২০২০ সালে ৮-২ গোলের হারের দুঃসহ স্মৃতি আজও যেন বার্সার সমর্থকদের পিছে ছুটে বেড়ায়।
বার্সেলোনা অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতে রাফিনহার দুরন্ত হ্যাটট্রিকে বায়ার্নের বিরুদ্ধে ৪-১ গোলের দাপুটে জয় সেই হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে পেরেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান তারকা রাফিনহা জানান, বার্সার সমর্থকদের হয়ে মধুর প্রতিশোধ নিতে পেরে উচ্ছ্বাসের কথা, ‘এটা ভক্তদের কাছে প্রতিশোধ। আমরা খেলোয়াড়েরা অতীতে তাকাই না, লক্ষ্য থাকে পরের ম্যাচে। কিন্তু ভক্ত হিসেবে আমিও সেসব (হারের) ম্যাচে ভুগেছি।’
বায়ার্নের বিপক্ষে গত টানা ছয় হারের মধ্যে দুই হারের তেতো স্বাদ মাঠে থেকে হজম করেছেন রাফিনহা। অবশেষে তার হ্যাটট্রিক পারফরম্যান্সের ঝলকেই বার্সা কাটাল বায়ার্ন দুর্ভাগ্য। শততম ম্যাচে দ্যুতি ছড়িয়ে পেয়েছেন স্মারক জার্সি উপহার। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে তার হাতে। সেই স্মারক নিয়ে আলাদা করে উদযাপন সারেন সতীর্থদের সঙ্গে। এ নিয়ে বেজায় খুশি রাফিনহা, ‘ক্লাবের হয়ে শততম ম্যাচে হ্যাটট্রিক করায় রাতটা অসাধারণ ও বিশেষ। দলের পারফরম্যান্স ও আমি যেভাবে খেলেছি, সেটা নিয়ে সন্তুষ্ট। ম্যাচের আগে বলেছিলাম, এটা হতে পারে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। সবাই হয়তো এই কথা মানবে না, তবে ব্যাপারটা এমন কিছুই ছিল। তাই ভক্তদের সামনে এভাবে জিততে পারাটা বিশেষ কিছু এবং আমি খুব খুশি।’