চ্যাম্পিয়নস লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ১৬:৫৭ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ১৭:০২ পিএম
চ্যাম্পিয়নস লিগের নতুন নিয়মে ৮ রাউন্ড শেষে আট দল সরাসরি পৌঁছাবে শেষ ষোলোতে। সে দৌড়ে বড় দলগুলো নিজেদের টিকিয়ে রেখেছে। তবে তৃতীয় রাউন্ডের খেলায় গতকাল বুধবার রাতে বার্সেলোনার কাছে বিধ্বস্ত হয়েছে বায়ার্ন মিউনিখ। প্রায় নয় বছর পর কাতালুনিয়ানদের বিপক্ষে হারল দেখলো তারা। ৪-১ ব্যবধানের এই জয়ে কিছুটা মন ভেঙেছে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানির।
গতকাল ইস্তাদিও অলিম্পিকে বল দখলে স্বাগতিকদের চেয়ে এগিয়ে ছিল বায়ার্ন। কাতালানদের ৪০ শতাংশ বল দখলের বিপরীতে ৬০ শতাংশ বল দখলে রাখে বাভারিয়ানরা। অ্যাকুরেট পাসের ক্ষেত্রেও তাদের দাপট ছিল দেখার মতো। তারপরও ফল নিজেদের পক্ষে আনতে পারেনি জার্মান জায়ান্টরা। এ নিয়ে ভিনসেন্ট কোম্পানি ম্যাচ শেষে বলেছেন, ‘খুবই সহজ অ্যানালাইসিস—যখন আপনি ম্যাচ নিজেদের দখলে রাখবেন এবং তখন প্রতিপক্ষের কাছ থেকে মোমেন্টাম সরিয়ে নেওয়ার সুযোগটাও কাজে লাগাতে হবে। এক কথায় এদিক থেকে আমরা পিছিয়ে ছিলাম।’
এদিন শুরুটা অবশ্য বায়ার্নের ছিল। হ্যারি কেইনের গোলে লিড নেয় অতিথিরা। মনে হচ্ছিল রাতটা তাদেরই হতে যাচ্ছে। কিন্তু চলতি চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের তৃতীয় গোল করে রবার্ট লেভানডফস্কি সমতায় ফেরান দলকে। এরপর কেবল রাফিনহা ম্যাজিক। একের পর এক গোলে প্রতিপক্ষকে বিধ্বস্ত করে দেন তিনি। দেখান পান হ্যাটট্রিক। এ নিয়ে ভিনসেন্ট বলেছেন, ‘শুরুটা যেভাবে হয়েছিল, বিশেষ করে প্রথমার্ধ, আমরা ভেবেছিলাম দিনটা আমাদের পক্ষেই যাচ্ছে।’
শুরুটা আশাজাগানিয়া হলেও শেষটা সুন্দর হয়নি বায়ার্নের। ভিনসেন্ট বলেছেন, ‘শুরুটা ভালো হলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা ছিটকে পড়ি। ফলে এই ফল অর্জন করি। আমরা ভালো দলের বিপক্ষে খেলেছি। আমাদের একটা লক্ষ্য ছিল এ ধরনের ম্যাচ জেতা। আজ আমরা জানলাম, সামনে আরও দৃঢ় হয়ে এগিয়ে যেতে এই ম্যাচ থেকে আমাদের শিখতে হবে।’