প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ১৬:২৯ পিএম
দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক এইডেন মার্করামও প্রশংসায় ভাসিয়েছেন মিরাজকে। ছবি : বিসিবি
মিরপুর টেস্টে দারুণভাবে লড়াই করার পরেও হেরেছে বাংলাদেশ দল। দল হারলেও আলাদা করে বলতে হবে মেহেদী হাসান মিরাজের কথা। একদম খাদের কিনারা থেকে বাংলাদেশকে টেনে তুলেছে দ্বিতীয় ইনিংসে মিরাজের ৯৭ রানের অনবদ্য ইনিংসটাই। ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন মিরাজ। ম্যাচটা শেষমেশ ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। তবে মিরাজের এমন দুর্দান্ত ইনিংস অবশ্যই প্রশংসার দাবিদার।
দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক এইডেন মার্করামও প্রশংসায় ভাসিয়েছেন মিরাজকে। তার মতে, সেঞ্চুরিটা ডিজার্ভ করতেন (পাওনা ছিল) মিরাজ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘(বাংলাদেশ কঠিন সময় দিয়েছে কিনা) হ্যাঁ অবশ্যই। নতুন বল খেলাটা বেশ কঠিন ছিল ব্যাটার হিসেবে। গতকাল বা তার আগের দিনও তারা ভালো জুটি গড়েছে। বল নরম ছিল কিছুটা। উইকেট তুলতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। অনেক কৃতিত্ব দিতে হবে তাদের। মেহেদী দারুণ খেলেছে। সেঞ্চুরিটা সে ডিজার্ভ করত। চ্যালেঞ্জ ছিল অনেক। তবে আমরা তা মানিয়ে নিয়েছি অনেক পরিশ্রম করে। অবশ্যই বাংলাদেশকে এখানে কৃতিত্ব দিতে হবে।"
এশিয়ার মাটিতে দীর্ঘ ১০ বছর পর টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা। এমন কন্ডিশনে বাংলাদেশকে হারাতে পেরে বেজায় খুশি মার্করাম, ‘অবশ্যই দারুণ খুশি। সব ক্রীড়াবিদই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সবাই চায় যত বেশি সম্ভব ম্যাচ জিততে। ভালো দল গড়ার শর্ত হল, ঘন ঘন এটি করতে পারা। এটাই সামনে আমাদের রোমাঞ্চিত করছে। এখন এটি দল হিসেবে আমাদের জন্য গর্বের ব্যাপার। আমরা বেশ খুশি।’
দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। আগামী ২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ।