× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলক্ল্যাসিকোর আগে বায়ার্নকে হারিয়ে আত্মবিশ্বাসী বার্সা কোচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ১৩:১৬ পিএম

বার্সেলোনা কোচ হান্সি। সংগৃহীত ছবি

বার্সেলোনা কোচ হান্সি। সংগৃহীত ছবি

পরপর দুই ম‍্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ প্রবল শক্তিধর দুটি দল। বুধবার রাতে ইউরোপ সেরার মঞ্চে একটির বিপক্ষে বড় জয় ‍তুলে নিয়েছে বার্সা। প্রায় এক দশকের মধ‍্যে প্রথমবার বায়ার্ন মিউনিখকে গুড়িয়ে দিয়েছে কাতালুনিয়ারা। এবার সামনে আরেক কঠিন প্রতিপক্ষ; সেই লড়াইটা আবার এলক্ল্যাসিকোর। স্পেনের শীর্ষ লিগে আগামী শনিবার খেলতে হবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক মনে করছেন, জার্মান জায়ান্টদের বিপক্ষে বড় জয় রিয়াল ম্যাচের আগে তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে অনেকখানি।

সান্তিয়াগো বার্নাব্যুতে ওই লড়াইয়ের আগে মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে বড় পরীক্ষায় উতরে যাওয়ার খুশিতে উড়ছেন ফ্লিক, ‘এই জয়টা অবিশ্বাস‍্য। বায়ার্ন অসাধারণ এক দল। যাদের দুর্দান্ত সব খেলোয়াড় আছে। তারা জানে কীভাবে খুব ভালো ফুটবল খেলতে হয়। আর অবশ‍্যই যখন আপনি এই ধরনের ম‍্যাচ জিতবেন, সেটাকে উদযাপন করতে হবে। এই জয় আগামী শনিবারের ম‍্যাচের জন‍্য নিজেদের মানের উপর বিশ্বাস রাখার আত্মবিশ্বাস যোগাবে।’

আগামী শনিবার লা লিগার ম‍্যাচে রিয়ালের মাঠে খেলবে বার্সেলোনা। বহুল প্রতীক্ষিত লড়াইয়ের আগে একদিন কম বিশ্রাম পাওয়াটা একটু হলেও ভাবাচ্ছে বার্সেলোনা কোচকে, ‘এল ক্ল্যাসিকোর জন‍্য প্রস্তুত হতে আমরা রিয়ালের চেয়ে একদিন কম সময় পাব। তবে এই ম‍্যাচে সব খেলোয়াড়ই খেলতে চায়। আমরা ভালোভাবে প্রস্তুতি নেব এবং তৈরি থাকব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা