× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

হালান্ডের ‘অতিমানব’ হওয়ার দিনে প্রতিপক্ষকে ৫ গোলে ভাসাল ম্যানসিটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ১১:৫৫ এএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ১২:১৩ পিএম

হালান্ডের ‘অতিমানব’ হওয়ার দিনে প্রতিপক্ষকে ৫ গোলে ভাসাল ম্যানসিটি। সংগৃহীত ছবি

হালান্ডের ‘অতিমানব’ হওয়ার দিনে প্রতিপক্ষকে ৫ গোলে ভাসাল ম্যানসিটি। সংগৃহীত ছবি

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে প্রথম ম্যাচে ড্র; এর পর থেকে মাঠের পারফরম্যান্সে ক্রমেই উন্নতি করে চলেছে ম্যানচেস্টার সিটি। তারই ধারাবাহিকতায় স্পার্টা প্রাহাকে উড়িয়ে দিয়েছেন পেপ গার্দিওলার শিষ্যরা। সেই সঙ্গে টুর্নামেন্টের ইতিহাসে অনন্য এক উচ্চতায় উঠেছেন সিটিজেনরা।

চ্যাম্পিয়নস লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে চেক রিপাবলিকের ক্লাব স্পার্টা প্রাহাকে ৫-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এদিন সিটির হয়ে জোড়া গোল করেন আর্লিং হালান্ড। বাকি ৩টি গোল আসে ফিল ফোডেন, জন স্টোন্স ও ম্যাথুস নুনেসের পা থেকে।

জোড়া গোলের ফলে চ্যাম্পিয়নস লিগে মোট ৪২ ম্যাচ খেলে ৪৪ গোল হলো হালান্ডের। এর মাধ্যমে টুর্নামেন্টটির সর্বকালের চতুর্দশ সেরা গোলদাতা দিদিয়ের দ্রগবাকে স্পর্শ করেছেন হালান্ড। তবে দ্রগবার চেয়ে প্রায় অর্ধেক ম্যাচ খেলেই তাকে ছুঁয়ে ফেলেছেন ২৪ বছর বয়সি এ স্ট্রাইকার।

ম্যাচটি জিতে প্রতিযোগিতায় অপরাজেয় যাত্রার রেকর্ড গড়েছে ম্যানচেস্টার সিটি। টুর্নামেন্টটিতে সবশেষ ২৬ অপরাজিত রয়েছে তারা। এর ফলে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের গড়া রেকর্ডটি নিজেদের করে নিয়েছে গার্দিওলার দল। ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে স্যার অ্যালেক্স ফার্গুসনের তত্ত্বাবধানে টানা ২৫ ম্যাচ অপরাজিত থেকে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ অপরাজিত থাকার রেকর্ডটি এতদিন ছিল ইউনাইটেডের দখলে।

এ ছাড়া চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখনও হারের স্বাদ পায়নি ম্যানসিটি। ১০ আগস্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে টাইব্রেকারে হারিয়ে কমিউনিটি শিল্ড জেতার পর প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ ও ক্যারাবাও কাপ মিলিয়ে মোট ১৩ ম্যাচ খেলেছে তারা। এর মধ্যে ড্র করেছে মাত্র তিনটি, বাকি ১০ ম্যাচেই জয়ের দেখা পেয়েছে টানা চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ম্যানসিটি। তিন ম্যাচের সবকটি জিতে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে উনাই এমেরির অ্যাস্টন ভিলা এবং দ্বিতীয় স্থানে লিভারপুল। দিনের অন্য ম্যাচে লাইপজিগকে ১-০ গোলে হারিয়েছেন আর্নে স্লটের শিষ্যরা। শেষ মুহূর্তের গোলে ইয়াং বয়েজকে হারিয়েছে ইন্টার মিলান। ফেইনুর্ডের কাছে ৩-১ গোলে হেরেছে বেনফিকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা