চ্যাম্পিয়নস লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ১১:০২ এএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ১২:০৪ পিএম
হ্যাটট্রিক করলেন রাফিনহা। সংগৃহীত ছবি
উয়েফা চ্যাম্পিয়নস লিগে দুরন্ত জয় বার্সেলোনার। নিজেদের মাঠে কাতালুনিয়ারা বিধ্বস্ত করল বায়ার্ন মিউনিখকে। জয় এলো ৪-১ ব্যবধানে। লা লিগায় শনিবার রিয়াল মাদ্রিদ ম্যাচের আগে যা তাদের স্বস্তিতে রাখল অনেকটাই। ১১ বছরের পরিসংখ্যান ধরলে বায়ার্নের বিপক্ষে দ্বৈরথে অনেকটাই পিছিয়ে ছিল বার্সা। যদিও অধিনায়ক রাফিনহার হ্যাটট্রিক পাল্টে দিল সবকিছু।
এবার চ্যাম্পিয়নস লিগে নামার আগে শেষ নয়টি পারস্পরিক দ্বৈরথে বার্সাকে আটবার হারিয়েছে জার্মান জায়ান্টরা। তার মধ্যে শেষ ছয় ম্যাচেই হারতে হয়েছিল বার্সাকে। তার মধ্যে ২০২০ সালে বায়ার্ন ৮-২ গোলে পরাস্ত করেছিল স্প্যানিশ জায়ান্টদের। তবে বদলার ম্যাচে বুধবার রাতে শেষ হাসি হাসল বার্সা।
হ্যাটট্রিক করলেন রাফিনহা। ১ মিনিটে তার গোলে এগিয়ে যায় বার্সা। হ্যারি কেনের গোলে ১৮ মিনিটে সমতা ফেরায় বায়ার্ন। এরপর রবের্ত লেভানডফস্কির গোলে বার্সা ফের এগিয়ে যায়। ৪৫ মিনিটে রাফিনহার দ্বিতীয় গোল, বিরতিতে বার্সেলোনা এগিয়ে ছিল ৩-১ গোলে। ৫৬ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন রাফিনহা। ফলে বার্সা এগিয়ে যায় ৪-১ গোলে। আর এ ম্যাচে কোনো গোল হয়নি। রাফিনহার দ্বিতীয় ও তৃতীয় গোলটি আসে কাউন্টার অ্যাটাক থেকে।
ম্যাচের শেষে রাফিনহা বলেন, ‘সমর্থকদের জন্য এটি প্রতিশোধ। আমরা ফুটবলাররা অতীতের দিকে ফোকাস করতে পারি না। শুধু সামনের ম্যাচের দিকে তাকাতে হয়। তবে আগের পরাজয়গুলো ভক্তদের মতো আমাকেও পীড়া দিচ্ছিল।’
রাফিনহার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন প্রধান কোচ হ্যান্সি ফ্লিক। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক করেছিলেন নেইমার। তারপর রাফিনহাই বার্সার প্রথম ব্রাজিলীয় যিনি এ টুর্নামেন্টে হ্যাটট্রিক করলেন। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট তালিকায় বার্সা আছে ৯-এ। টানা দুই ম্যাচ হেরে ২৩-এ বায়ার্ন।