× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এএফসি অ-১৭ বাছাই

ফিলিপাইনকে হারাল বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ২০:৫৮ পিএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ২১:১২ পিএম

এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। আজ বুধবার কম্বোডিয়ার নমপেনে ১-০ ব্যবধানে ফিলিপাইনকে হারায় বাংলাদেশের যুবারা। খেলার ১৮ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন শফিক রহমান।

বাংলাদেশের বয়স ভিত্তিক এই দলে রয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী ফরোয়ার্ড আরহাম। গত ম্যাচের মতো এই ম্যাচেও তাকে নিয়ে বেশি ব্যতিব্যস্ত ছিল প্রতিপক্ষের ডিফেন্স লাইন। ১৭ মিনিটে বক্সের সামনে আরহামকে ফাউল করলে রেফারি ফ্রি কিকের বাঁশি বাজান। সেখান থেকে দুর্দান্ত শটে বল জালে পাঠান শফিক। ম্যাচে অবশ্য আগে লিড নেওয়ার সুযোগ পেয়েছিল ফিলিপাইন। ১৫ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে পারেনি প্রতিপক্ষ দলটি। আগুয়ান গোলরক্ষক বল ধরতে আসলে বাধাপ্রাপ্ত হন ফিলিপাইন ফরোয়ার্ড। এজন্য রেফারি পেনাল্টির বাঁশি বাজান। বাংলাদেশের গোলরক্ষক আলিফ রহমান পেনাল্টি ঠেকানোর পর ফিরতি শটও প্রতিহত করেন। 

ম্যাচের দ্বিতীয়ার্ধে ফিলিপাইন একাধিক গোলের সুযোগ তৈরি করে। প্রতিবারই বাধা হয়ে দাঁড়ান আলিফ। তার দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশ পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে। এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের বাছাই পর্ব থেকে দশ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্স আপ চূড়ান্ত পর্বে খেলবে। বাংলাদেশ বাছাই পর্ব শুরু করেছে স্বাগতিক কম্বোডিয়ার বিপক্ষে হেরে। বুধবারের জয়ে গাণিতিকভাবে চূড়ান্ত পর্বে খেলার আশা টিকে রইল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা