× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজার শতকে সর্বোচ্চ সংগ্রহের বিশ্বরেকর্ড জিম্বাবুয়ের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ১৯:৪২ পিএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ২০:১৯ পিএম

সিকান্দার রাজা

সিকান্দার রাজা

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩১৪ রান সংগ্রহের আগের রেকর্ডের মালিক ছিল এতদিন নেপাল। দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড ছিল এটি। মঙ্গোলিয়ার বিরুদ্ধে হিমালয়সম বিশাল এই পুঁজি গড়েছিল তারা। সেই রেকর্ডটি এবার ভেঙে দিয়েছে নতুন রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে। গাম্বিয়ার বিরুদ্ধে ৪ উইকেটের বিনিময়ে ৩৪৪ রান সংগ্রহের নয়া ইতিহাস লিখেছে রোডেশিয়ানরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই দলীয় সর্বোচ্চ রান সংগ্রহের বিশ্বরেকর্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪৪ রান করেছে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ বলে অপরাজিত ১৩৩ রান করেছে সিকান্দার রাজা। শুরুতে ব্যাট করতে নেমে রীতিমতো ঝড় বইয়ে দেন দুই রোডেশিয়ান ওপেনার ব্রায়ান বেনেট ও মারুমানি। ২৬ বলে ৫০ রান করে ব্রেনেট ফিরলে ভাঙে ৯৮ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার মারুমানিও পেয়েছেন ফিফটির দেখা। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৯ বলে ৬২ রান।

দুই ওপেনারের তাণ্ডবে পাওয়ার প্লেতেই দলীয় শত রানের মাইলফলক স্পর্শ করে জিম্বাবুয়ে। ৬ ওভার শেষে ১ উইকেটে ১০৩ রান করে তারা। তিনে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি ডিয়ন মেয়ার্স। ৫ বলে ১২ রান করেছেন তিনি। তবে চারে নেমে রীতিমতো টর্নেডো বইয়ে দেন সিকান্দার রাজা। অধিনায়ক পেয়েছেন ফিফটির দেখাও। ৩৩ বলে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত ৪৩ বলে করেছেন অপরাজিত ১৩৩ রান। তা ছাড়া রায়ান বার্ল করেছেন ১১ বলে ২৫ রান। আর ১৭ বলে অপরাজিত ৫৩ রান করেছেন ক্লিভ মাদান্দে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা