× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৪

ভারতের বিপক্ষে লিড নিয়ে বিরতিতে বাংলাদেশের মেয়েরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ১৮:৪৫ পিএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ১৯:৪৫ পিএম

ভারতের বিপক্ষে লিড নিয়ে বিরতিতে বাংলাদেশের মেয়েরা

নারী সাফের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন তহুরা খাতুন। একটি গোল আসে আফঈদা খন্দকারের পা থেকে।  এই ম্যাচে ড্র করলেও প্রতিযোগিতার শেষ চারে যাবে বাংলাদেশ। দুই গোলে হারলেও সমস্যা হবে না। তবে তিন বা তার বেশি ব্যবধানে হারলেও বিপদে পড়বে জেমস পিটার বাটলারের দল। বিরতিতে লিড নিয়ে যাওয়াটা সে দিক থেকে স্বস্তির। বাংলাদেশ অবশ্য আগেই ঘোষণা দিয়েছিল ভারতের বিপক্ষে জিতেই শেষ চারে উঠতে চায় তারা।

এদিন ম্যাচের তৃতীয় মিনেটে প্রথম আক্রমণে বাংলাদেশ। লেফট উইং থেকে শামসুন্নাহার জুনিয়র ক্রস দেন ভারতের বক্সে থাকা বড় শামসুন্নাহারের কাছে। তবে এই ফরোয়ার্ড শট লক্ষ্যে রাখতে পারেননি। 

পঞ্চম মিনিটের বড় সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। ঋতুপর্ণা চাকমার কাছ থেকে পাস পেয়েও বলে পা লাগাতে পারেননি শামসুন্নাহার জুনিয়র। অথচ বক্সে তখন ভারতের কেবল একজন ডিফেন্ডার ছিলেন। অষ্টম মিনিটে মারিয়া মান্ডার দূরপাল্লার শট বক্সের ডান পাস দিয়ে বেড়িয়ে যায়। 

দশম মিনিটে গোলরক্ষক রূপনা চাকমার অসতর্কতায় গোল হজম করতে বসেছিল বাংলাদেশ। তবে অল্পের জন্য গোল পায়নি ভারত। দুই মিনিট পর মনিষা কল্যাণ অফসাইড হলে বিপদে পড়েনি বাংলাদেশ।

১৪ মিনিটে ভারতের কয়েকজনকে কাটিয়ে বল নিয়ে এগিয়ে যান তহুরা খাতুন। বক্সে ঢুকে পাস দেন শামসুন্নাহারকে। তবে বল নিয়ন্ত্রণে নেওয়ার আগেই পড়ে যান তিনি। ডান প্রান্ত দিয়ে প্রতি আক্রমণে উঠে রূপনার পরীক্ষা দেন ভারতের ফরোয়ার্ড গ্রেস দ্যাংমি। ১৭ মিনিটে আরও একবার বাংলাদেশি ডিফেন্স ভেঙে বল বের করে ভারত। তবে আগুন্তুক গোলরক্ষক বিপদ বাড়াতে দেননি।

বাংলাদেশ ডেডলক ভাঙে ম্যাচের ১৮ মিনিটে। প্রথম পাওয়া কর্ণার থেকে দুর্দান্ত গোলে দলকে লিড এনে দেন আফঈদা খন্দকার। সাবিনা খাতুনের কর্নার কিক যায় অনেকটা ফাকায় থাকা আফঈদার কাছে। সামনে জটলা দেখেই কি না এই ডিফেন্ডার বল কিছুটা উড়িয়ে মারেন সোজা বক্সে। ভারতের গোলরক্ষক লাফিয়ে বল ধরার চেষ্টা করেও লাভ হয়নি। ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা।

গোলে এগিয়ে থেকেও আক্রমণে আরও ধার বাড়ায় বাংলাদেশ। চেষ্টা অব্যাহত রাখায় বাংলাদেশ লিড বাড়ায় খেলার ২৯ মিনিটে। এ সময় লিড দ্বিগুণ করেন তহুরা। মূলত তহুরা সঙ্গে ওয়ান টু খেলে বক্সে ঢুকেন সাবিনা। তবে তাকে আটকে বল ক্লিয়ার করে ভারত। যদিও মাঝ মাঠে বল পেয়ে যান বাংলাদেশের ডিফেন্ডার মাসুরা পারভীন। বল রিসিভ করে মাপা উড়ন্ত পাস নেন বক্সে থাকা তহুরাকে। গোলমুখ থেকে খুব সহজেই বক্সে বল জড়ান অভিজ্ঞ এই ফরোয়ার্ড।

৩২ মিনিটে ভারতের আক্রমণ প্রতিহত করেন মাসুরা। তিন মিনিট পর মনিষার আরও একটি আক্রমণ প্রতিহত হয় বাংলাদেশের ডিফেন্সের সামনে। পরের মিনিটে বাংলাদেশকে বাঁচান রূপনা। ভারতের বালা দেবীর সামনে একা পড়েও তাকে গোলবঞ্চিত করেন অভিজ্ঞ এই গোলরক্ষক। ৩৮ মিনিটে মনিষার ফ্রি কিক শট লাগে গোলবারে। 

শেষদিকে একটি গোল পরিশোধ করেছে ভারতীয় মেয়েরা।  তাতে ব্যবধান দাঁড়ায় ৩-১।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা