প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ১৬:১৭ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ১৬:১৯ পিএম
লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক এখন চ্যাড বোয়েস
স্মৃতিতে অমলিন থাকার মতো একটি দিন পেয়েছেন চ্যাড বোয়েস। । লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন নিউজিল্যান্ডের এই ডান হাতি ব্যাটার। আজ বুধবার দেশটির ঘরোয়া ক্রিকেটে ১০৩ বলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ট্রাভিস হেড ও ভারতের জাগৎ সেনের রেকর্ড। এই দুই ব্যাটার যৌথভাবে ১১৪ বলে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন।
চ্যাড নিউজিল্যান্ডের ফোর্ড ট্রফিতে ক্যান্টারবুরির হয়ে ওটাগোর বিপক্ষে নেমেছিলেন। ক্রাইস্টচার্চের হেগলি ওভালের সেই ম্যাচে তার দল ৯ উইকেটে তোলে ৩৪৩ রান। ম্যাচটি লিস্ট ‘এ’ চাঁদের শততম ম্যাচে। এমন দিনেই কিনা ২৭টি চার এবং সাতটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। ৩২ বছর বয়সী এই ব্যাটার ইনিংসের শুরু থেকে বিধ্বংসী ব্যাট চালান। ২৬ বলে অর্ধশতক এবং ৫৩ বলে সেঁঞ্চুরি আদায় করেন। পরের ৫০ বলে পৌঁছে যান ডাবল সেঞ্চুরিতে। ইনিংসের ৫৩তম ওভারে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন তিনি। এতকাল লিস্ট ‘এ’ ক্রিকেটে চাঁদের সর্বোচ্চ রান ছিল ১২৬ রান।
সেন্ট্রারব্যারির লক্ষ্য তাড়ায় ১০৩ রানে গুটিয়ে যায় ওটাগো। বিশেষ এই দিন নিয়ে চাঁদ বলেছেন, ‘এই রেকর্ড-ইনিংস ভেঙে যাবে। তবে এমন মুহূর্ত আমরা জন্য খুবই স্পেশাল হয়ে থাকবে। ব্যাপারগুলো প্রাকৃতিকভাবেই ঘটে। আপনি পরিকল্পনা করে এমন কিছু ঘটাতে পারবেন না। খুবই আনন্দিত দিনটি আমার ছিল। ব্যাপারটা দারুণভাবেই হচ্ছিল। আমি শুধু উইকেটে টিকে ছিলাম। ম্যাচ নিয়ন্ত্রণে রেখেছিলাম এবং মাটিতে পা রেখে লড়ে গিয়েছিলাম।’
চ্যাড ২০১২ সালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ খেলেছেন। পরবর্তীকালে নিউজিল্যান্ডে পাড়ি জমান। ইতোমধ্যে কিউই জার্সিতে ছয়টি ওয়ানডে এবং ১১টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।