সাফ চ্যাম্পিয়নশিপ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ১২:১৪ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ১২:৪৪ পিএম
সমীকরণ প্রথম ম্যাচেও ছিল পরিষ্কারÑ পাকিস্তানের বিপক্ষে জিতলেই সেমিফাইনাল। কিন্তু ওই ম্যাচে ১-১ গোলে ড্রয়ের সুবাদে ঝুলে গেছে শেষ চারের আশা। চলতি নারী সাফ চ্যম্পিয়নশিপে আজ ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় তথা শেষ ম্যাচে ফের নতুন সমীকরণের সামনে বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচে অন্তত ড্র, এমনকি তিন গোলের কম ব্যবধানে হারলেও গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে নাম লেখাবে পিটার জেমস বাটলারের দল। যদিও সেসব সমীকরণ নিয়ে ভাবছে না বাংলাদেশ। ভারতকে হারিয়েই চলতি সাফের সেমিফাইনালে উঠতে চায় প্রতিযোগিতার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
নারীদের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার খেলাটি গড়াবে নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। শুরু হবে বাংলাদেশ সময় পৌনে ৬টায়; সরাসরি দেখা যাবে ইউটিউবে। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৫-২ ব্যবধানে হারিয়ে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছে ভারত। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে গ্রুপ সেরা হওয়ার লড়াই তাদের। বাংলাদেশের বিপক্ষে ড্র করলেও পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে গ্রুপসেরা হবে ভারত। এদিকে পাকিস্তান ম্যাচের পর বাংলাদেশ শিবিরে আলোচনা কোচ পিটার বাটলারকে নিয়ে। ম্যাচের পর কোচকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মনিকা চাকমা। দাবি করেছেন, সিনিয়র খেলোয়াড়দের পছন্দ করেন না এই ইংলিশ কোচ।
প্রথম ম্যাচে কৃষ্ণা রানী সরকার, মারিয়া মান্ডা, সানজিদা আক্তার ও মাসুরা পারভীনকে মিস করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশের জাপানি বংশোদ্ভূত ডিফেন্ডার কোহাতি কিসকু। ভারতের মতো বড় ম্যাচে কোচ সিনিয়রদের প্রথম একাদশে রাখেন কি না সেটিই এখন প্রশ্ন। সেসব ছাপিয়ে অবশ্য ভারতের বিপক্ষে জয় প্রত্যাশাই করছে বলে জানান ডিফেন্ডার কোহাতি। সবশেষ সাফে চ্যাম্পিয়ন হওয়ার পথে এই ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। ম্যাচের আগের দিন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘কালকে (আজ) খেলার ওপরই নির্ভর করছে যে আমরা সেমিফাইনালে যেতে পারব কি না? তবে আমরা জেতার জন্যই খেলব। চেষ্টা করব ভালো কিছু করার।’ এই ম্যাচ নিয়ে কোচ কী বলেছেন সে নিয়ে কোহাতির ভাষ্য, ‘আমাদের তো কালকে (আজ) খেলা, আজকে (গতকাল) মিটিং ছিল এরপর প্র্যাকটিস করলাম, এখন দেখা যাক কী হয়।’ দলের সবাই প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন তিনি, ‘সবাই ভালো খেলে, আমাদের উইংও ভালো, মিডফিল্ডও ভালো, সত্যি কথা বলতে আমাদের টিমের সবাই খেলার জন্য প্রস্তুত।’
ভারত শিবিরে অবশ্য আছে চোটের হানা। তবে সেসব নিয়ে খুব বেশি চিন্তিত নন দলটির কোচ সন্তোষ কাশ্যপ, ‘আমাদের দুজনের ইনজুরি আছে। তবে এটা ম্যাচে প্রভাব ফেলবে না। দলে যারা আছে সবাই অভিজ্ঞ। ইতোমধ্যে ভারতের হয়ে তারা ম্যাচ খেলেছে।’