প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪ ২০:৪৪ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৪ ২০:৪৭ পিএম
৬০০০ হাজারি ক্লাবে সবার আগে পৌঁছেছেন মুশফিক— ছবি: আ. ই. আলীম
মাইলফলকটি মিরপুর টেস্টের প্রথম ইনিংসেই ছুঁয়ে ফেলতে পারতেন। কিন্তু মুশফিকুর রহিমকে অপেক্ষায় রেখেছিলেন কাগিসো রাবাদা। আজ মঙ্গলবার দ্বিতীয় ইনিংসে ভুলচুক হয়নি। দক্ষিণ আফ্রিকার বোলারদের রক্তচক্ষু উপেক্ষা করে টেস্টে ৬০০০ রান ছুঁয়ে বসেছেন মিস্টার ডিপেন্ডঅ্যাবল। বাংলাদেশি হিসেবে তার আগে আর কেউ সাদা পোশাকের আন্তর্জাতিক ক্রিকেট ছয় হাজারি ক্লাবে প্রবেশ করতে পারেননি। রেকর্ড নিজের নামে গড়তে মুশফিক খেলেছেন ৯৩টি টেস্ট। লাল বলের ক্রিকেটের ইতিহাসে মুশকিক ৭৫তম ব্যাটার; যার নামের পাশে আছে ছয় হাজার রান।
শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রোটিয়াদের বিপক্ষে খেলতে নামার আগে মুশফিকের ঝুলিতে ছিল ৫৯৬১ রান। মাইলফলক থেকে মোটে ৩৯ রান। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে তিনি পারেননি, মাত্র ১১ রান করে থামেন। তবে দ্বিতীয় ইনিংসে দলের বিপদে হাল ধরেছেন। ৩৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করার আগেই অনন্য মাইলফলকটিও গড়ে বসেছেন। আন্তর্জাতিক টেস্টে ৬ হাজার রান করতে মুশফিক খেলেছেন ৯৩ টেস্ট। ৩৮ গড়ে ব্যাট করা ৩৭ বর্ষী ব্যাটারের ঝুলিতে আছে ১১টি সেঞ্চুরি, তিনটি ডাবল সেঞ্চুরি। অর্ধশতক আছে ২৭টি। টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ তামিম ইকবালের। তার পরই আছেন সাকিব।
জাতীয় দলের বাইরে থাকা তামিম ৭০ টেস্টে করেছেন ৫১৩৪ রান। ১০ সেঞ্চুরির সঙ্গে ফিফটি ৩১টি। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় সাকিব আছেন তিনে। ৭১ টেস্টে ৪৬০৯ রান করেছেন টেস্ট ক্রিকেটকে বিদায় বলা তারকা অলরাউন্ডার। এই ফরম্যাটে ৫ সেঞ্চুরি ও ৩১টি ফিফটি আছে সাকিবের। এ ছাড়া মুমিনুল হক ৬৬ টেস্টে ১৩ সেঞ্চুরি ও ১৯ ফিফটি নিয়ে টেস্টে করেছেন ৪২৬৯ রান। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমানে নারী ক্রিকেটের প্রধান হাবিবুল বাশারের ৫০ টেস্টের ঝুলিতে জমা পড়েছে ৩০২৬ রান।
এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে ছয় হাজার বা তার বেশি রান করেছেন ৭৪ জন। এই তালিকায় দ্রুততম ডন ব্র্যাডম্যান। ৬৮তম ইনিংসে মাইলফলকটির দেখা পেয়েছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। ২০০৫ সালে অভিষেক হওয়া মুশফিক ১৯ বছরের ক্যারিয়ারে ছুঁয়েছেন অনন্য মাইলফলকটি।
মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রোটিয়াদের চেয়ে ১০১ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১০১ রান তুলেছে টাইগাররা। ২৬ বলে ৩১ রান করে বাংলাদেশের আশা হয়ে আছেন মুশফিক। তার আগে দিন শেষে অধিনায়ক শান্তর অভিনন্দন বার্তা পেয়েছেন টাইগারদের অভিজ্ঞ ব্যাটার। মুশফিক বন্দনা করে ফেসবুক স্ট্যাটাসে শান্ত লিখেছেন, ‘আপনি হচ্ছেন বাংলাদেশের ক্রিকেটে অনুপ্রেরণার সংজ্ঞা। ৬০০০ টেস্ট রান করার জন্য অনেক অভিনন্দন মুশফিকুর রহিম ভাই।’
বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক
খেলোয়াড় ম্যাচ ইনিংস রান
মুশফিকুর রহিম ৯৩* ১৭২ ৬০০৩
তামিম ইকবাল ৭০ ১৩৪ ৫১৩৪
সাকিব আল হাসান ৭১ ১৩০ ৪৬০৯
মুমিনুল হক ৬৬* ১২৩ ৪২৬৯
হাবিবুল বাশার ৫০ ৯৯ ৩০২৬
(*এখনও খেলছেন…)