মিরপুর টেস্ট
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪ ১৬:৩৮ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৪ ১৭:১০ পিএম
মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিমের জুটিতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করছে স্বাগতিকরা। ছবি- আ. ই. আলীম
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসের শুরুটাও হয়েছিল বাজে। দলীয় ৪ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। সেখান থেকে মাহমুদুল হাসান জয় এবং অধিনায়ক নাজমুল হাসান শান্ত ভালোই লড়ছিলেন। কিন্তু সেট হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন শান্ত। এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে দিনের বাকি সময়টা অনায়াসে পার করে দেন মাহমুদুল। তবুও দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার চেয়ে এখনও ১০১ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।
মিরপুর টেস্টে বাংলাদেশের ১০৬ রানের জবাবে প্রথম ইনিংসে ৩০৮ রান করেছে দক্ষিণ
আফ্রিকা। ২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আলোক স্বল্পতার
কারণে নির্ধারিত সময়ের আগেই দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে
১০১ রান। ৩৮ রানে অপরাজিত আছেন মাহমুদুল। ২৬ বলে ৩১ রানে অপরাজিত আছেন
মুশফিকুর।
শেরে
বাংলায় দ্বিতীয় দিনের চা বিরতির আগেই আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল টাইগাররা। বাংলাদেশের
ইনিংসের তৃতীয় ওভারেই আঘাত হানেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। টাইগার ওপেনার
সাদমান ইসলামকে লেগ স্লিপে টনি ডি জর্জির ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান তিনি। প্রথম
ইনিংসে শূন্য হাতে বিদায় নিয়েছিলেন সাদমান। এবার ৭ বলে মাত্র ১ রান করেন বাহাতি এই
ব্যাটার।
সাদমানের
বিদায়ের রেস না কাটতেই আউট মুমিনুল হকও। একই ওভারের চতুর্থ বলে তৃতীয় স্লিপে উইয়ান
মুল্ডারের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন রাবাদা। টাইগার দলের সাবেক অধিনায়ক মুমিনুল
কোনো রান করতে পারেননি। প্রথম ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল ৪ রান। এরপর মাহমুদুল
ও অধিনায়ক শান্ত বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের ইনিংসে আর কোনো বিপর্য হতে দেননি।
বিরতি থেকে
ফিরে দেখেশুনে ব্যাট করছিলেন তার। তবে প্রোটিয়া স্পিনার কেশভ মহারাজের ঘূর্ণিতে
লেগ বিফোরের ফাদে পড়েন শান্ত। এতে দলীয় ৫৯ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। ভেঙে যায় মাহমুদুলের সঙ্গে গড়া তার ৫৫ রানের জুটি। টাইগার কাপ্তান নাজমুল ৪৯ বলে ২ চার
ও ১ ছক্কায় ২৩ রান করেন। এরপর ক্রিজে এসেই আগ্রাসী মেজাজে ব্যাটিং করেছেন অভিজ্ঞ মুশফিকুর
রহিম।
প্রথম
ইনিংসে নিজেকে মেলে ধরতে পারেননি মুশফিক। তবে দ্বিতীয় ইনিংসে যেন রুদ্রমূর্তি ধারণ
করেন তিনি। ৩১ রানের ইনিংস খেলার পথে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে
৬০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন এই ব্যাটসম্যান। তবে আলোক স্বল্পতার কারণে ১৬ ওভার
আগেই দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। ফলে মাহমুদুলের সাথে চতুর্থ
উইকেটে ৪২ রানের অবিচ্ছিন্ন জুটি নিয়ে আগামীকাল ব্যাটিংয়ে নামবেন মিস্টার ডিপেন্ডেবল।
এর আগে
কাইল ভেরেইনার ১১৪, উইয়ান
মুল্ডারের ৫৪ ও ডেন পিটের ৩২ রানে ভর করে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে
স্কোরবোর্ডে ৩০৮ রান তুলেছে প্রোটিয়ারা। প্রথম দিনে পাঁচ উইকেট শিকারি তাইজুল আজ
কোনো উইকেটের দেখা পাননি। গতকাল ১ উইকেট নেওয়া পেসার হাসান মাহমুদ আজ পান ২ উইকেট।
আর বাকি দুই উইকেট মেহেদি মিরাজের।